ছায়া ছায়া সত্যি ১৩
ছায়া ছায়া সত্যি ১৩
ছায়া ছায়া সত্যিগুলোর অবাধ কাটাছেঁড়া
আমাদের ভাঙা ঘরের সরকারি সাহায্যে তোমাদের বাবুয়ানা
বিনিময় প্রথায় অনেকটাই তো খেলে মান্যিগোণ্যিরা!
সমাজ দেখতে পাও, সমাজ? খামচাখামচি?
কাটাছেঁড়া ডাক্তারের লোভ?
শুধু লোক চরিয়ে এত নামা বেনামা রথ আর অট্টালিকা!
হাফ মেধারা তোমাদের গায়ে আর পায়ে
ফুল মেধারা বড়ই অসময়ে, চুপ চুপ চুপ তর্জনী ঠোঁটে
কেউ কেউ অসমসাহসী কাটাকাটি ঘরে লাশের পাহাড়ে
দুধ আর ভাতের ফাঁকটায় রক্ত টুপটাপ রক্ত টুপটাপ
ক্ষমতা ক্ষমতা করে মানুষের লড়াই সেই অসভ্য কাল ফুঁড়ে একালে
পকেটে পকেটে তথাপি লাল গোলাপ! ভালবাসা ব-দ্বীপ!
