বৃষ্টির গান
বৃষ্টির গান
বৃষ্টির করুন ফোঁটা পড়ছে দিগন্তের ফাঁকে,
ধরণীর প্রেমের ছোঁয়া লাগে নতুন পথে।
মেঘেরা ছুড়ে দেয় আংশিক স্বপন,
বিন্দুকারে ধরা দেয় ধরণীর আপন।।
বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে দেখি পাতার নৃত্যে
লুকিয়ে আছে গোপন কিছু চুপকথা।
বৃষ্টিতে তখন কত্ত খেলেছি মোরে,
তরতাজা হয় অপার্থিব প্রাণের রূপকথা।।
বৃষ্টির গান শোনা হে আমার বর্ষাকাল
তবে আজ কেন এবৃষ্টির অকাল !!
হা হা কারে বিলাপ করা চাষীদের বেতাল ,
ব্যাঙ গুলো হয়ে থাকে তোমার জন্য মাতাল।।
দাও ভিজিয়ে ধরণীকে তার অমোঘ গুনে,
ধাং কুরাকুর বাজবে বাজনা সুরের আগমনীর মনে।
উঠবে প্রতিমা ওই কাশাবৃত বন্যা নদীর প্রান্তে ,,
আসবে মাতৃরূপে বিনিদ্র নৌকার চিত্তে।।
