বিধাতা
বিধাতা
পড়ন্ত এক বিকাল বেলায় দাড়িয়ে আমি ভাবছি একা একা ,
দিগন্ত এই আকাশের ছবিগুলি কে এঁকেছে আঁকা বাঁকা।
পাহাড়, পর্বত, গাছপালা দাড়িয়ে আছে কত,
কে বা সৃষ্টি করতে ছুটেছিল এই সৌন্দর্য যত,
এত সুন্দর এই সৃষ্টি জগৎ কে করিল সৃষ্টি?
ভাবতে এমন হলো যে আমার হারিয়ে গেল দৃষ্টি।
তিনি হলেন বিধাতা আমার পরম করুনাময়,
যার কৃপায় বেচেঁ আছি আমি পরম নিরাময়।