বিবেকানন্দের জন্মদিন ৩
বিবেকানন্দের জন্মদিন ৩
শত বছর পরেও এমনও কিছু থাকে
যার জন্ম নেই, সৃষ্টি নেই, মৃত্যুও নেই
দিনে দিনে যত বেড়ে ওঠে রাত
ততই সুশৃঙ্খল হয় অন্তর্বর্তী বিয়োগ,
একটা সময় পর ,
বুঝতে পারি,
তোমার প্রতিটা জন্ম এমনই,
যার কোনো বার্ষিকী নেই, নেই অন্তর্ধান, নেই ....
শুধুই শীতল অন্তরতম, শান্ত অভ্যন্তরীণ যত ।।