PARAMITA BASAK

Romance

1  

PARAMITA BASAK

Romance

ভালোবাসার দিন

ভালোবাসার দিন

1 min
376


সুমি তোমার মনে আছে

প্রথম দেখার কথা ,  

তোমায় খুলে বলেছিলাম

আমার মনের সকল ব্যাথা । 

হাত দুখানি হাতে নিয়ে

তুমি অনেক্ষন,

চুপটি করে বসে ছিলে

আমার কথায় দিয়ে মন।

সেদিন আমি বুঝেছিলাম

কেউ তো এমন আছে,

মূল্যহীন এই জীবনের দাম

তার কাছে তেও আছে।

তুমি তখন চাকুরিরতা 

স্মার্ট এবং সুন্দরী,

আমি বেকার কর্মহীন

কি করে হাত তোমার ধরি।

তোমার মনে কোনো দিন 

আসেনি একবার ও,

ভুল করেও বলোনি আমায়

আমার হাত টা ছাড়ো।

আজকে আমি প্রতিষ্ঠিত

অভাব নেই তো কিছু,

ভাবি বসে কি হতো

যদি দেখতে না তুমি পিছু।

জীবনসঙ্গী তুমি আমার

সবার থেকে আপন,

তোমায় পেয়ে ধন্য হলো

আমার সাধের জীবন।

তোমার সাথে আমার

প্রতি মুহূর্ত রঙ্গীন,

তুমি সাথে তাই তো আমার

প্রতি দিন ই ভালোবাসার দিন।


Rate this content
Log in

Similar bengali poem from Romance