বৈশাখ
বৈশাখ


আরো একটা বেনীমাধব জমা হবে
আরো একটা হালখাতা
পাতায় পাতায় জীবনের দেনা পাওনারা
সেজে উঠবে আম্রপল্লবে, মঙ্গলঘটে
দেওয়াল পঞ্জিতে মিষ্টান্নের আমন্ত্রণ
এখনও সম্ভাবনা ময়।
বৈশাখ একটা স্বপ্নের নাম
বাঙালির প্রাণের ঠাকুরের
আর্বিভাব তিথি
অতিথিরা একে একে আর্বিভূত হবেন
হাঁটুজল পার হয়ে
ঋতুরঙ্গের মস্ত সামিয়ানাতে।
পশ্চিমের এক টুকরো কালো মেঘ
কখন যে ছেয়ে ফেলেছ
আসুমুদ্র হিমাচল
কাল ঝড়ে টালমাটাল খুঁটি
লণ্ডভণ্ড আয়োজন প্রায়
কেবল সেই শিশুটি আউরে চলেছে গান
"কি হয়েছে ভেঙে গেছে ভাঙাচোরা প্রান"...