অসম্পূর্ণ
অসম্পূর্ণ
কখনো কখনো মনে হয় অপেক্ষার কোনো শেষ নেই,
যেমন শেষ নেই তোর প্রতি আমার ভালোবাসার।
আবার কখনো কখনো মনে হয় এটা ভালোবাসা নয়,
যেমন তোর আর আমার সম্পর্কটা শুধু বন্ধুত্ব নয়।
"ভালোবাসি" এই কথাটা অনেক ছোট,
যদি তোর প্রতি আমার অনুভূতিটা এক পাতায় কুলোতো!
যদি সত্যি সারাটা জীবন কল্পনায় তোকে ভেবে বাঁচা যেতো।
একটুও চিন্তা হয় না আমার তোর জন্য,
চিন্তাটা আমার জন্য ।
কল্পনার জগতে তোকে নিয়ে সংসার পেতেছি,
গোটা একটা বই লিখেছি।
ওই বইটা অনেক কিছু জানে তোর ব্যপারে,
কতো কথা লুকিয়ে রেখেছি ওখানে।
তুই পড়তে পারলে আজ তোকে সে গল্প শোনাতো।