অপেক্ষা
অপেক্ষা
চারিদিকে এত মৃত্যু দেখে
সহ্য আমার হয়না আর,
ভাবছি শুধু আপন মনে
বিধাতার এ কেমন মার?
বাড়ির বাইরে বেড়োনো নিষেধ
ভালো লাগেনা এত বারণ,
সারাদিন তাই ঘরে বসেই
নীরবে করি স্মৃতিচারণ।
রাত্রি শেষে পাখির ডাকে
ভাঙে যখন ঘুমের ঘোর,
রোজই ভাবি আসবে কবে
মহামারী মুক্ত নতুন ভোর?
শান্ত কবে হবে পৃথিবী?
মিটবে কবে সব দুর্যোগ?
নির্দ্বিধায় বাইরে যেতে
পাবো কবে আমরা সুযোগ?
অপেক্ষা করে ক্লান্ত সবাই
কাটছে না তো ভয়;
তবুুও তোমরা ভরসা রেখো
জেনো একদিন হবেই জয়।।