অলস দুপুর
অলস দুপুর


বসে আছি অলস ভাবে
ভাবছি কেবল এদিক আর ওদিক,
কিছুই করার নেই তো এখন
বন্ধ দেখি চারিদিক।
খাতা খানা টেবিল পরে
বেচারা ও বুঝি ভাবে,
বন্ধু আমার অলস হলো
লিখবে আবার কবে।
ঘরের ভিতর অলসতা
কাটিয়ে ওঠা ভার,
হঠাৎ করে মনে পড়লো
কথা খাতা টার।
লিখছি বসে সময় কাটুক
অলস এবং মধুর,
প্রার্থনা এই বিপদ যত
হোক জীবন থেকে দূর।