STORYMIRROR

Abhijit Halder

Abstract Classics

4  

Abhijit Halder

Abstract Classics

অবকাশ -১৬

অবকাশ -১৬

1 min
262

অনেক ছবি আঁকা হল

পৃথিবীর সমস্ত ভূমিক্ষয় মানুষের শরীরে

তা ও জানা হলো --- আমি জানালাম না ক্ষুধার্ত শিশুর কথা !

নাটকের চরিত্রে প্রতিবাদ অবাঞ্চিত ঘটনা

বন্ধুশূন্য পথ সমস্ত জীর্ণতা মুছে দিয়ে উন্মুক্ত জীবন

কিছুটা পরিবর্তন কিছুটা অভিনয় কিছুটা সময়ের অবজ্ঞা ।

বাক্যহীন আলাপ অলীক কল্পনা

নদীর বুকে বিসর্জন দেওয়া মাটির প্রতিমা

ফেলে আসার চিহ্ন বড়ই ভয়ঙ্কর অবমাননা

বিষণ্ন ভায়োলিনের সুরে মৃত্যুযুদ্ধ বিস্ময়কর

স্থগিত নেই পথ জিহবা অসাড়

মানুষের ফুসফুস থেকে অক্সিজেন ফিরে যায় গাছেদের জীবনে।

কাটেনি প্রহর সমস্ত ঋতুই জড়তা

সমাপ্তির উৎসাহ অবশিষ্ট চেতনা বলহীন

এই শ্বাশ্বত হিংসা দিনরাত অর্ধচঞ্চলা

অতৃপ্তির ভঙ্গুরতা সীমাহীন বেদনা।

  ০৫.০৯.২০২৩

Copyright Reserved


Rate this content
Log in

Similar bengali poem from Abstract