আমরা নারী
আমরা নারী
আমরা নারী ,তাতে কী?
আমরা সব পারি
আমরা নারী ,তাতে কী?
প্রতিবাদ করতে পারি ।
স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন দেখাতে পারি ,
স্বপ্ন পূরণ করতে ও পারি।
নারীত্ব আমাদের অহংকার ,
ভয় পেয়োনা , গর্জে উঠা দরকার ।
জীবনটা আমার স্বপ্নটা ও আমার ;
দরকার শুধু তোমার ।
ভয়কে যদি করতে পারি জয়
থাকবেনা কোনো পরাজয় ।
