STORYMIRROR

PARAMITA BASAK

Abstract Inspirational

2  

PARAMITA BASAK

Abstract Inspirational

আমি নারী

আমি নারী

1 min
418


আমি নারী 

না আমার সত্তা শুধু পুত্র বধূ হিসাবে নয়,

আমি অনেক কিছুই করতে পারি

আমি নারী।

দিনের শেষে কর্মক্ষেত্রে টিকে থাকার লড়াই

একাই লড়তে পারি,

হ্যা আমি নারী।

সব অপমান লাঞ্চনা মুখ বুঝে 

মেনেও নিতে পারি,

আমি নারী।

বাবা মায়ের আদর স্নেহ এক ঝটকায় 

ছিন্ন করে, 

পর কে নিজের করে নিতে পারি

আমি নারী।

তবুও সবার চোখে

দুর্বল আর অসহায়,

হায় রে বিধি পুরাণ এর

মা দূর্গা ও যে আজ 

ঘরে ঘরে কাঁদে,

দশ হাত এ যুদ্ধ করেও

নিজের মতো একটু বাঁচতেও

যে তার বাঁধে।

তবুও সে বাঁচে 

সবার জন্য বাঁচে,

বাঁচতে যে তাকে হবেই

তার উপরে ভগবানের দান

অস্তিত্ত্ব তার নাই বা থাকুক

জন্ম দেয় সেই তো নতুন প্রাণ।

আমি নারী

আমি সব কর্তব্য করে যেতে পারি,

বাপের বাড়ির আদুরে মেয়ে

শশুর বাড়ির কাঁটা

তবুও প্রাণপণ চেষ্টা

বা

ঁচাতে হবে মা বাবার সম্মান

নাহলে মাথা যাবে কাটা।

আমি নারী

প্রতিদিনের এই সমাজে

মানসিক ভাবে ধর্ষিতা,

কখনো স্বামী কখনো সন্তান

চোখে আঙ্গুল দিয়ে দেখায়

তুমি অপ্রয়োজনীয়,

অথচ রাতের পর রাত জেগে

আমি যত্ন করে তিলে তিলে 

বড়ো করি প্রাণ।

আমি নারী

 আপন জনের কাছে

এটাই আমার প্রাপ্য সম্মান।

আমি নারী

চাইনা একটা দিনের উদযাপন

একটু সম্মান দাও,

আমিও মানুষ

আমাকেও বাঁচতে দাও। 


নাই বা দিলে ফুলের তোড়া

নাই বা দিলে শুভেচ্ছা,

প্রতিদিনের যন্ত্রনা থেকে

মুক্তি দিয়ে জানাও না

একটু শুভ ইচ্ছা।

আমি নারী 

আমি একটু তেই খুশী হতে পারি

চাইনা কোনো দুর্লভ উপহার,

চাই শুধু একটু

নিজের মতো বাঁচার অধিকার।

আমি নারী

আমি বিশ্ব ব্রহ্মাণ্ড

জয় করতে পারি,

আমি নারী 

আমি ভালোবাসায় সব হারতে পারি। 



Rate this content
Log in