আমার লেখা পদ্য খানি
আমার লেখা পদ্য খানি
আমার লেখা পদ্য খানি
দেখো যদি পড়ে
দেখবে তাতে কত নতুন
তথ্য আছে ভরে,
দেখবে সেই গল্প খানি
কত হাসি মজার!
নতুন নতুন ছবি তাতে
কতই মজাদার।
মজা বলেই মজা কি আর,
সাজা কি নেই তাতে?
ভূত পেতনি দুটিই আছে,
কুড়ুল নিয়ে হাতে!
হালুম হালুম বাঘও আছে
মালুম পেয়ে যাবে!
জলুম করেও পার পাবেনা
প্রানটা তোমার যাবে ।