আমার অস্তিত্ব
আমার অস্তিত্ব
অতীত এসে কড়া দিবে আর আমি খুলবো?
তা সে তো হতে দিবে না।
পুরোনো স্মৃতি জায়গা চাবে আর আমি দিব?
সে তো জায়গা দিবে না।
নিজের মূল্য বাদে অন্যকে মূল্য দিব?
সে তো মেনে নিবে না।
সে তো আর আমাকে নিজেকে কষ্ট পেতে দিবে না...
সে তো আর আমাকে কাদতে দিবে না....
সে কে?
সে তো আমার অস্তিত্ব ।।।।
যে আমায় আর ভুল বুঝতে দিবে না।