জীবনের কল্পকথা
জীবনের কল্পকথা
1 min
61
জীবনতো এক এক সময় এক এক রূপ নিবে
তাই বলে কি বাঁচার আশা ছেড়ে দিবো?
জীবনে তো হাজার বাঁধা আসবে
তাই বলে কি এগিয়ে যাওয়া ছেড়ে দিবো?
ভালো খারাপ সব মানুষই আসবে
খারাপের জন্য কি মানুষের সাথে মিশা ছেড়ে দিবো?
কষ্ট তো আসবেই
তাই বলে কি হাসা বাদ দিয়ে দিবো?
না......
সম্ভব না।।।।
জীবনের এক এক রূপের সাথে মানিয়ে নিবো!!
নতুন করে বাঁচার আশা জাগাবো!!!
বাঁধা পেরিয়ে এগিয়ে যাবো!!!
মানুষের সাথে মিশে মানুষ চিনবো!!!
কষ্ট সহ্য করে সুখের আশায় থাকবো!!!
জীবনকে থামতে দিবো না...
যতটুকুই থাকবে নিজের মত করে সাজাবো!!!