আমার আমি
আমার আমি
আয়নায় তাকিয়ে দেখলাম
আমি শুধুই আমার আমি
আর কারো কেহ নই।
আর কোনো পিছুটান নেই একেবারে মুক্ত।
আমাকে মিথ্যে নামে ডেকেছিল।
অসম্ভব রকম ভালো লাগছে এই মুহূর্তে!!!
আমি আজ নিজের মুখোমুখি।
এতদিন নিজের ছায়াকে অবজ্ঞা করেছি মোহমায়ার বশে।
মিথ্যে ফাঁপা কিছু বকবকানিকে
আপন পৃথিবী করে নিয়েছিলাম
ভালবেসে ছিলাম বিশ্বাস করেছিলাম।
মানুষ কি না পারে?
বয়সটাও ভুলে যায়
চোখে সর্ষেফুল দেখে।
মিথ্যের পর মিথ্যে জুড়তে জুড়তে
একদিন আসে সে আর পেরে উঠে না।
ক্লান্ত পরাজিত যোদ্ধার মতো হাল ছেড়ে দেয়।
আলেয়ার পিছনে ছোটা----
কাউকে জবাব দিতে হয় না
কেউ কারো জবাবের অপেক্ষায় থাকে না।
শুধু নিজেকে ফাঁকি দেওয়া যায়না জবাবদিহি করতে হয়।
