আল্লা তোমার নাম যেন জপতে পারি
আল্লা তোমার নাম যেন জপতে পারি
আল্লা, জীবনের শেষ দিন অব্দি তোমার নাম যেন জপতে পারি
কখনও কোনো কাজে ডুবে তোমার নাম যেন জপতে না ভুলি।
আমায় বিপদ থেকে বাঁচিও প্রভু
আমি তো ক্ষুদ্র মানুষ,
আমার কী ক্ষমতা আছে বিপদের সাথে মোকাবিলা করার?
জেনে না জেনে যা কিছু পাপ করেছি
কীভাবে দূর করব জানি না
তাই তো তোমায় ডেকে চলি, আল্লা।
আল্লা, ইহলোক ত্যাগের পরে তোমার বিচারে স্বর্গ নরক কোথায় যাবো জানি না
তবে যেখানেই যাই না কেন তোমার নাম যেন সেখানেও জপতে পারি।
