আলিঙ্গন
আলিঙ্গন
বন্ধু আমার হাত দুখানি
শক্ত করে ধরো,
থাকলে পাশে তুমি আমার
ভয় নেই তো কারো।
তোমায় পাশে পেয়ে আমি
সব যুদ্ধে জয়ী,
তোমার স্নেহের পরশে
আমি স্নিক্ধ হই।
সকল আঘাত ভোলায়
তোমার মিষ্টি আলিঙ্গন,
প্রতি ক্ষণ ভালো লাগা
নয়তো একটি দিনের উদযাপন।
তবুও আজকে বলতে তোমায়
খুব ই ভালো লাগে ,
ভালোবাসা এমন মধুর
বুঝিনি তো আগে।