STORYMIRROR

Nurul Islam

Abstract Fantasy Others

3  

Nurul Islam

Abstract Fantasy Others

আদর্শ সমাজ সৃষ্টি

আদর্শ সমাজ সৃষ্টি

1 min
117

সমাজে মিলিয়ে একতা চিরকাল, মানুষ একে অপরের সাথে ভালোবাস। বুদ্ধিমতা আর শৃঙ্গার্থ সম্মিলিত, সমাজ এই আদর্শ সৃষ্টি দেবার অনুশাসন।

অজান্তেও হাতে হাত দেবার আবেগ, সমাজে মানুষের সম্মান ও অধিকার। দুর্বল প্রাণীর প্রতি সহানুভূতি, সাহায্য করে তাদের শক্তির আবির্ভাব।

বুদ্ধি ও শিক্ষা দেবার প্রবৃত্তি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সমাজে। সকলের সমান অধিকার ও সুযোগ, এই মৌলিক সিদ্ধান্তিক আদর্শ সমাজের সার।

ভালোবাসা, সহমর্মিত সম্পর্ক, সমাজে বিপর্যয় না আনার প্রতিশ্রুতি। শান্তি, সহমর্মিত সহযোগিতা, এই আদর্শ সমাজ আমাদের স্বপ্ন সাকারে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract