আদি-অন্ত
আদি-অন্ত


মহাকালের সৃষ্টিতে অবিনশ্বর আত্মা....
রাত্রির তপস্বিনী কঠিন সাধনায়;
শুদ্ধতা অন্তে ত্যাগ কালিমার।
মহার্ঘ্য মুহূর্তে মানবতার প্রকাশ,
অমৃতের পথিক পূর্ণগর্ভে...
অবক্ষয়ী শান্তি আজ স্তব্ধ!
অনন্তকাল আদি রহস্যময়তায়,
ছায়াপথ হয় অতীতের দস্তাবেজ...
ফসিলের বুকে ফাগুনমাস----
জ্যোৎস্নার পথে হাঁটে.....