STORYMIRROR

Biswajit Halder

Romance Fantasy

3  

Biswajit Halder

Romance Fantasy

যা তোমায় বলা হয়নি     ভালোবাসি                

যা তোমায় বলা হয়নি     ভালোবাসি                

6 mins
240



প্রেম শুধু একটা শব্দ নয়, প্রেম আসলে একটা আবেগ আর একটা অনুভূতি। যা কখনো শরীর দ্বারা হয় না, যা হয় দুটি মানুষের মনের মিলন দিয়ে। 
কালিনারায়নপুর থেকে কৃষ্ণনগরে আসার পথে দেখা হয়েছিল রাহুলের সেই মেয়েটির সঙ্গে যার নাম প্রিয়া, প্রিয়ার বয়স ১৭ বছর।। দুজনের গন্তব্যই প্রায় এক স্থানে ছিল তবে একটা স্টেশন আগে পরে।
লোকাল ট্রেন তাই ভিড় অনেক বেশি ছিল। রাহুল একটা সিট পেয়েছিল কোনোক্রমে, আর সেখানেই বসেছিল, রাহুলের বয়স কুড়ি বছর। এদিকে প্রিয়া ভিড়ের মধ্যে কোন রকমে নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রিয়া একভাবে রাহুলের দিকে তাকিয়ে ছিল। ট্রেনের মধ্যে বিভিন্ন কোলাহলে চারিদিক মুখরিত হয়ে উঠছে এদিকে রাহুল মনে মনে ভাবছে:- "মেয়েটি আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? তবে কি সে আমাকে? না না এসব আমি কি ভাবছি!"

রাহুল বলল:- আপনি কি এখানে বসতে চান? 
প্রিয়া বলল কোন উত্তর দিল না। তার পাশে থাকা একজন ভদ্রলোক বলল:- হ্যাঁ ,ওকে একটু বুঝতে দাও না।
রাহুল বললো:- ওকে আঙ্কেল আপনি ওকে এখানে আসতে বলুন আমি সিট ছেড়ে দিচ্ছি।
কোন রকমে ভিড় ঠেলে প্রিয়া এসে রাহুলের সিটে বসলো। আর রাহুল তার সামনে দাঁড়িয়ে রইল।
রাহুল একটা প্রশ্ন করলো:- কোথায় যাচ্ছেন আপনি? 
প্রিয়া একটু অস্বস্তি বোধ করলো এবং বলল:- আপনি কি আমায় জিজ্ঞেস করছেন?
রাহুল বললো:- হ্যাঁ, আপনাকেই জিজ্ঞেস করছি। 
প্রিয়া বলল:-আমি এইতো সামনেই নামবো। আর আপনি কোথায় নামবেন? 
রাহুল বলল:- আমি কৃষ্ণনগরে নামবো।
প্রিয়া বলল:- আমি তো বাদ কুল্লাই নামবো। বলুন অনেকটা সময় আমরা গল্প করে কাটাতে পারবো তাই না। 
রাহুল বললো:- হ্যাঁ, তাতো ঠিকই। কিন্তু আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? 
প্রিয়া বলল:- বলুন না কি জিজ্ঞেস করবেন? 
রাহুল বলল:- আপনার নাম কি?
প্রিয়া বলল:- আমার নাম প্রিয়া হালদার। আপনার নাম কি? 
রাহুল বলল:- আমার নাম রাহুল চক্রবর্তী। জানেন তো আপনাকে একটা কথা বলব?  আপনি কিন্তু অনেক সুন্দর।অসম্ভব সুন্দর আপনার গালের ওই ছোট্ট তিল টি।
প্রিয়া বলল:- সমস্ত সৌন্দর্য সব সময় সব কাজে আসে না। আপনি এটা জানেন তো! ধন্যবাদ আপনাকে আমার রূপের সৌন্দর্য তার প্রশংসা করবার জন্য।
রাহুল মনে মনে বলল:-"অদ্ভুত ব্যাপার উনি কিভাবে বুঝলেন যে আমি ওর রূপের প্রশংসা করতে চাইছি এবং ওনাকে ইমপ্রেস করতে চাইছি।"
কিন্তু রাহুল মুখে বলল:- আপনি যে সুন্দর এটা বলতে আমার কোন দ্বিধাবোধ নেই। তাইতো আপনি আপনাকে সুন্দর বললাম।
প্রিয়া বলল:- আপনি কি আমাকে ইমপ্রেস করতে চাইছেন? আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন?
রাহুল বলল:- ভালোবাসা, আমাকে কে ভালোবাসবে বলুন তো আপনি? আমি জানিনা ভালোবাসা মানে কি আপনি কি জানেন? 
প্রিয়া বলল:- ভালোবাসা, যেটা দুটো হৃদয় এবং মনের মিলনের হয় আর সেটাই ভালোবাসা। কখনো শারীরিক চাহিদা মেটানোর মাধ্যমে ভালোবাসা হয় না। ভালোবাসা হলো একটি অনুভূতি যা জগতের শ্রেষ্ট অনুভূতি ‌।
রাহুল কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর রাহুল বলল:- সত্যিই, আপনার কাছ থেকে ভালোবাসার আসল অর্থটা আমি জানতে পারলাম আজ। কিন্তু এর আগে পর্যন্ত আমি ভালোবাসা মানে জানতাম আপনি যেটা ভেবেছেন সেটাই।
প্রিয়া বলল:- আমি প্রথমেই আপনার দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে পেরেছিলাম যে আপনি ঠিক কোন দিক দিয়ে আমার প্রশংসা করেছেন। তাইতো এই  শিক্ষাটা আপনাকে দিতে চেয়েছি। শিক্ষাটা যুব সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন এবং আমাদের মেয়েদের কেউ এটা বোঝা উচিত যে শুধুমাত্র শারীরিক চাহিদা উঠানোর জন্যই কাউকে ভালোবাসা উচিত নয়। কারণ এটা অপরাধ।
রাহুল বলল:- আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি আজ আপনি আমার দুচোখ খুলে দিয়েছেন ভালোবাসা আসলে কী? সেটা যদি আমি আপনার কাছে না জানতে পারতাম তাহলে হয়তো চিরকালের মত আমি এই ভুল ধারণা নিয়েই বেঁচে থাকতাম যে ভালোবাসা হল শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর একটা মাধ্যম।
প্রিয়া বলল:- আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন এটাই অনেক। তার ছেলেরা তো এই কথাটার কোন পাত্তাই দেবে না আর সেখানে আপনি আমার কথার মান্যতা দিলেন এবং সেটাকে বুঝলেন। দেখো, বাদকুল্লা স্টেশন চলে এসেছে এবার আমায় নামতে হবে। কিন্তু আপনি কিন্তু আমার দেওয়া শিক্ষাটা কখনো ভুলে যাবেন না। 
প্রিয়া উঠে দাঁড়ায় এবং তার জেঠুর সঙ্গে ট্রেন থেকে নামতে থাকে এই মুহূর্তে রাহুল পিছন থেকে তাকে ডাকার চেষ্টা করে কিন্তু তার ডাক শেষ পর্যন্ত প্রিয়া শুনতে পাইনি এবং সে ট্রেন থেকে নেমে পড়ে। তারপর রাহুল মনে মনে বলে:- প্রিয়া, যা তোমায় বলা হয় আমি তোমাকে ভালোবাসি।
গল্পের নাম:- যা তোমায় বলা        
                   হয়নি,ভালোবাসি

প্রেম শুধু একটা শব্দ নয়, প্রেম আসলে একটা আবেগ আর একটা অনুভূতি। যা কখনো শরীর দ্বারা হয় না, যা হয় দুটি মানুষের মনের মিলন দিয়ে। 
কালিনারায়নপুর থেকে কৃষ্ণনগরে আসার পথে দেখা হয়েছিল রাহুলের সেই মেয়েটির সঙ্গে যার নাম প্রিয়া, প্রিয়ার বয়স ১৭ বছর।। দুজনের গন্তব্যই প্রায় এক স্থানে ছিল তবে একটা স্টেশন আগে পরে।
লোকাল ট্রেন তাই ভিড় অনেক বেশি ছিল। রাহুল একটা সিট পেয়েছিল কোনোক্রমে, আর সেখানেই বসেছিল, রাহুলের বয়স কুড়ি বছর। এদিকে প্রিয়া ভিড়ের মধ্যে কোন রকমে নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রিয়া একভাবে রাহুলের দিকে তাকিয়ে ছিল। ট্রেনের মধ্যে বিভিন্ন কোলাহলে চারিদিক মুখরিত হয়ে উঠছে এদিকে রাহুল মনে মনে ভাবছে:- "মেয়েটি আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? তবে কি সে আমাকে? না না এসব আমি কি ভাবছি!"

রাহুল বলল:- আপনি কি এখানে বসতে চান? 
প্রিয়া বলল কোন উত্তর দিল না। তার পাশে থাকা একজন ভদ্রলোক বলল:- হ্যাঁ ,ওকে একটু বুঝতে দাও না।
রাহুল বললো:- ওকে আঙ্কেল আপনি ওকে এখানে আসতে বলুন আমি সিট ছেড়ে দিচ্ছি।
কোন রকমে ভিড় ঠেলে প্রিয়া এসে রাহুলের সিটে বসলো। আর রাহুল তার সামনে দাঁড়িয়ে রইল।
রাহুল একটা প্রশ্ন করলো:- কোথায় যাচ্ছেন আপনি? 
প্রিয়া একটু অস্বস্তি বোধ করলো এবং বলল:- আপনি কি আমায় জিজ্ঞেস করছেন?
রাহুল বললো:- হ্যাঁ, আপনাকেই জিজ্ঞেস করছি। 
প্রিয়া বলল:-আমি এইতো সামনেই নামবো। আর আপনি কোথায় নামবেন? 
রাহুল বলল:- আমি কৃষ্ণনগরে নামবো।
প্রিয়া বলল:- আমি তো বাদ কুল্লাই নামবো। বলুন অনেকটা সময় আমরা গল্প করে কাটাতে পারবো তাই না। 
রাহুল বললো:- হ্যাঁ, তাতো ঠিকই। কিন্তু আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? 
প্রিয়া বলল:- বলুন না কি জিজ্ঞেস করবেন? 
রাহুল বলল:- আপনার নাম কি?
প্রিয়া বলল:- আমার নাম প্রিয়া হালদার। আপনার নাম কি? 
রাহুল বলল:- আমার নাম রাহুল চক্রবর্তী। জানেন তো আপনাকে একটা কথা বলব?  আপনি কিন্তু অনেক সুন্দর।অসম্ভব সুন্দর আপনার গালের ওই ছোট্ট তিল টি।
প্রিয়া বলল:- সমস্ত সৌন্দর্য সব সময় সব কাজে আসে না। আপনি এটা জানেন তো! ধন্যবাদ আপনাকে আমার রূপের সৌন্দর্য তার প্রশংসা করবার জন্য।
রাহুল মনে মনে বলল:-"অদ্ভুত ব্যাপার উনি কিভাবে বুঝলেন যে আমি ওর রূপের প্রশংসা করতে চাইছি এবং ওনাকে ইমপ্রেস করতে চাইছি।"
কিন্তু রাহুল মুখে বলল:- আপনি যে সুন্দর এটা বলতে আমার কোন দ্বিধাবোধ নেই। তাইতো আপনি আপনাকে সুন্দর বললাম।
প্রিয়া বলল:- আপনি কি আমাকে ইমপ্রেস করতে চাইছেন? আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন?
রাহুল বলল:- ভালোবাসা, আমাকে কে ভালোবাসবে বলুন তো আপনি? আমি জানিনা ভালোবাসা মানে কি আপনি কি জানেন? 
প্রিয়া বলল:- ভালোবাসা, যেটা দুটো হৃদয় এবং মনের মিলনের হয় আর সেটাই ভালোবাসা। কখনো শারীরিক চাহিদা মেটানোর মাধ্যমে ভালোবাসা হয় না। ভালোবাসা হলো একটি অনুভূতি যা জগতের শ্রেষ্ট অনুভূতি ‌।
রাহুল কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর রাহুল বলল:- সত্যিই, আপনার কাছ থেকে ভালোবাসার আসল অর্থটা আমি জানতে পারলাম আজ। কিন্তু এর আগে পর্যন্ত আমি ভালোবাসা মানে জানতাম আপনি যেটা ভেবেছেন সেটাই।
প্রিয়া বলল:- আমি প্রথমেই আপনার দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে পেরেছিলাম যে আপনি ঠিক কোন দিক দিয়ে আমার প্রশংসা করেছেন। তাইতো এই  শিক্ষাটা আপনাকে দিতে চেয়েছি। শিক্ষাটা যুব সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন এবং আমাদের মেয়েদের কেউ এটা বোঝা উচিত যে শুধুমাত্র শারীরিক চাহিদা উঠানোর জন্যই কাউকে ভালোবাসা উচিত নয়। কারণ এটা অপরাধ।
রাহুল বলল:- আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি আজ আপনি আমার দুচোখ খুলে দিয়েছেন ভালোবাসা আসলে কী? সেটা যদি আমি আপনার কাছে না জানতে পারতাম তাহলে হয়তো চিরকালের মত আমি এই ভুল ধারণা নিয়েই বেঁচে থাকতাম যে ভালোবাসা হল শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর একটা মাধ্যম।
প্রিয়া বলল:- আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন এটাই অনেক। তার ছেলেরা তো এই কথাটার কোন পাত্তাই দেবে না আর সেখানে আপনি আমার কথার মান্যতা দিলেন এবং সেটাকে বুঝলেন। দেখো, বাদকুল্লা স্টেশন চলে এসেছে এবার আমায় নামতে হবে। কিন্তু আপনি কিন্তু আমার দেওয়া শিক্ষাটা কখনো ভুলে যাবেন না। 
প্রিয়া উঠে দাঁড়ায় এবং তার জেঠুর সঙ্গে ট্রেন থেকে নামতে থাকে এই মুহূর্তে রাহুল পিছন থেকে তাকে ডাকার চেষ্টা করে কিন্তু তার ডাক শেষ পর্যন্ত প্রিয়া শুনতে পাইনি এবং সে ট্রেন থেকে নেমে পড়ে। তারপর রাহুল মনে মনে বলে:- প্রিয়া, যা তোমায় বলা হয় আমি তোমাকে ভালোবাসি।


Rate this content
Log in

Similar bengali story from Romance