STORYMIRROR

Bishal saha

Inspirational

2  

Bishal saha

Inspirational

উৎস

উৎস

1 min
25

আমার জীবনের শুরু অর্থাৎ এই রচয়িতা হয়ে ওঠার পশ্চাতে আমার মূল ২জন অনুপ্রেরণা।ছোটোবেলায়,প্রায় আমার যখন ৭ বছর বয়স তখন প্রথম আমার দিদি 'রিমির' অনুপ্রেরণায় আমার প্রথম কবিতা 'স্বাধীনতা' আমি লিখি।

       এর পরবর্তী কালে লেখালেখি যেন আমার নেশা হয়ে যায়,আমি ২০ টার মতো কবিতা লেখার পর বেশ কয়েক বছর আর কবিতা লিখিনি।

      আমার দিদির অনুপ্রেরণা সর্বক্ষণ আমার সঙ্গেই ছিল, কিন্তু আমি এই কবিতার জগৎ থেকে কিছুটা দূরত্বে 'যাদু' নিয়ে চর্চা করতে শুরু করি। 

তারপর হঠাৎ ম্যাজিক এর মতো আমার দ্বিতীয় অনুপ্রেরণা অর্থাৎ ' সৌমেন্ধু স্যার ' কে পাই,

     তাই অনুপ্রেরণা এ আমার প্রথম ম্যাজিক শো ও পঞ্চাশ টা কবিতা পূর্ণ হয়,এখনও পর্যন্ত অনেক অনুপ্রেরণা পেলেও আমার দিদি ও স্যারের মতো অনুপ্রেরণা আর পাইনি।

     


Rate this content
Log in

Similar bengali story from Inspirational