STORYMIRROR

Piyali Sarkar

Romance

4  

Piyali Sarkar

Romance

শিল্পী সাহেবের স্নিগ্ধময়ী 🪷

শিল্পী সাহেবের স্নিগ্ধময়ী 🪷

3 mins
369


" না আমি আর খাবো না,,,,"

ঘ্যান ঘ্যান করতে করতে বলল অনু,,,, অভ্র ওর সামনে খাবারের প্লেট নিয়ে বসে আছে,,,,,

" জেদ করবেন না অনুপ্রিয়া খেয়ে নিন তারাতারি,,,,"( অভ্র )

" না না না,,,, আমার একদম ইচ্ছে করছে না খেতে,,,,"( অনু )

" ( চোখ গরম করে ) চুপচাপ খেতে বললাম তো আমি,,,,"( অভ্র )


অনু ভয়ে কেপে উঠলো,,,, বাচ্চারা কান্নার আগে যেরকম ঠোঁট ফুলায় তেমনি মাথা নিচু করে ঠোঁট ফুলাতে লাগলো,,,, অভ্রর মাথায় হাত,,,, ও প্লেট টা রেখে অনুর মুখটা তুললো কিন্তু চোখ নামিয়ে রেখেছে অনু,,,,

" আ'ম সরি, প্লীজ আপনি কাদবেন না স্নিগ্ধময়ী,,,, প্লিজ,,,,"( অভ্র )

কথাটা শোনা মাত্র অনু কেঁদে উঠলো শব্দ করে,,,,, অভ্র যেনো পাগল হয়ে গেলো,,,, তাড়াতাড়ি করে জড়িয়ে ধরতে গেলো অনু কে,,,, কিন্তু অনু ধাক্কা দিয়ে সরিয়ে দিলো অভ্র কে,,,,

" একদম আমার কাছে আসবেন না,,,, ফালতু লোক একটা,,,, যান এখান থেকে,,,,"( অনু )

" আপনি প্লীজ আমার কথা শুনুন,,,, সরি,,,, আমি ঐভাবে বকতে চাইনি আপনাকে,,,, প্লীজ এরকম অস্থির হবেন না,,,,"( অভ্র )

" হুঃ, দরদ দেখাতে এসেছেন এখন,,,, যান যান,,,,"( অনু )

জোর করে অনুর হাতদুটো ধরলো অনু,,,,

" আচ্ছা আমি কী আপনার খারাপের জন্য বকেছি বলুন,,,, আপনি এরোকম না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পরবেন,,,, আর আপনি তো এখন একা না তাইনা, আরেকটা প্রাণ কে বহন করছেন নিজের মধ্যে, তার খেয়ালও তো রাখতে হবে তাইনা,,,,"( অভ্র )

অনু গোমড়া মুখে মাথা নাড়ল,,,,,

' তাহলে, তাকে সুস্থ রাখতে হলে তো আপনাকে ঠিকমত খাওয়া দাওয়া করতে হবে,,,,"( অভ্র )

" ওহ তারমানে আপনি শুধু বেবীর জন্য চিন্তিত, আমার জন্য নয়?,,,,"( অনু )

" ( হেসে ) বেবী এবং বেবীর মা দুজনেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ,,,, আপনারা দুজনেই আমার প্রাণ,বুঝেছেন,,,,,'( অভ্র )


পাঁচ মাসের প্রেগনেন্ট অনু,,,, অভ্র ওর প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখে,,,, একদম যেনো তুলোয় মুড়িয়ে রাখতে পারলেই শান্তি পায়,,,,

" এবার খাবেন তো খাবার টা?,,,,"( অভ্র )

" কিন্তু আমার একদম ইচ্ছে করেনা খেতে,,,,'( অনু )

" আমি জানি,,,, এইসময় এমনটা হয়,,,, কিন্তূ এগুলো খাওয়া তো জরুরি তাইনা,,,, আচ্ছা আপনি খেয়ে নিন তারপর একটা সারপ্রাইজ আছে,,,,"( অভ্র )

" কি সারপ্রাইজ,,,,"( অনু )

" খেলে তবেই দেবো,,,,"( অভ্র )

" আমি খাবোনা কখন বললাম,,,,"( অনু )

অভ্র হাসল তারপর অনুর সাথে কথা বলতে বলতে ওকে খাইয়ে দিলো,,,,

" এবার দিন আমার সারপ্রাইজ,,,,"( অনু )

" আচ্ছা অপেক্ষা করুন,,,,"( অভ্র )

এই বলে ড্রয়ার থেকে একটা চকলেট এর বক্স বের করলো,,,,

" ধরুন,,,,"( অভ্র )

অনু গোলগোল করে তাকালো,,,,,

" এতগুলো চকলেট?, আমার জন্য?,,,,"( অনু )

" হ্যাঁ কিন্তু সবগুলো একবারে নয় বুঝেছেন,,,,"( অভ্র )


অনু দাত বের করে হেঁসে উপর নিচ মাথা নাড়ল,,,,


*********


" শিল্পী সাহেব,,,,"( অনু )

" বলুন মহারানী,,,,"( অভ্র )

" আপনি আমায় ভালোবাসেন?,,,,"( অনু )

" কোনো সন্দেহ আছে?,,,,"( অভ্র )

" হুঁ,,,,"( অনু )

" কি হু?,,,,"( অভ্র )

" ইট্টু ইট্টু,,,,"( অনু )

" কিঃ?,,,,"( অভ্র )


হেসে গড়িয়ে পরলো অনু,,,,, অভ্র মুগ্ধ চোখ এ চেয়ে রইল,,,,,

" কি দেখছেন,,,,"( অনু )

" আমার স্নিগ্ধময়ীকে, যে এই চাঁদের আলোর থেকেও স্নিগ্ধ,,,,"( অভ্র )


একরাশ লজ্জা এসে ভর করলো অণুর মাঝে,,,, ও মুখ ঘুড়িয়ে নিলো,,,,,

" আজ বৃষ্টি হলে ভালো হতো,তাইনা,,,,"( অনু )


বোলে অভ্রর দিকে তাকালো,,,,

" আপনি এতো ভালোবাসেন কেনো বৃষ্টি কে,,,, আমার তো মাঝে মাঝে হিংসে হয়,,,,"( অভ্র )

অনু হেসে অভ্রর বুকে মাথা ঠেকালো,,,,


" কারণ আমি মনে করি বৃষ্টি ভীষন পবিত্র,,,, মনে আছে আমাদের প্রথম বৃষ্টি বিলাস?,,,,"( অনু )

" হুম,,,, আমার প্রণয়ে শিক্ত হয়ে আপনি আছড়ে পড়েছিলেন আমার বুকে,,,,"( অভ্র )

" আপনি, আপনি কিন্তু দিনদিন ভীষন অসভ্য হয়ে যাচ্ছেন,,,,"( অনু )

" এসবের জন্য দায়ী তো আপনিই,,,,"( অভ্র )

" কি,,,, আমি?,,,,"( অনু )

" অবশ্যই তাই,,,, চোখের সামনে যোদি এরকম সুন্দরি মহিলা ঘুরঘুর করে তাহলে তো অসভ্য হতে মন চাইবেই তাইনা,,,,"( অভ্র )

" উফফ চুপ করলেন আপনি,,,,"( অনু )


হটাত করে ঝিরঝির বৃষ্টি শুরু হলো,,,, অনু চমকে উঠলো,,,, অভ্রর দিকে তাকালো,,,, তারপর দুজনেই হেসে উঠলো,,,,, যেনো বৃষ্টি ওদের বলছে,

" নে তোরা আমায় মনে করছিলি, আমি এসে হাজির,,,, এবার যতখুশি বৃষ্টি বিলাস কর,,,,"

বারান্দায় আরাম কেদারায় শোয়া অভ্র, ওর গায়ে হেলান দিয়ে বৃষ্টির দিকে চেয়ে আছে অনু,,,,


" ভালোবাসি শিল্পী সাহেব,,,,"( অনু )

অভ্র নিজের হাতের বাধন শক্ত করলো,,,,,

" আমৃত্যু ভালবাসব,,,,"( অভ্র )









*****সমাপ্ত*****




Rate this content
Log in

Similar bengali story from Romance