STORYMIRROR

Piyali Sarkar

Romance Classics

4  

Piyali Sarkar

Romance Classics

পরিণতি ❣️

পরিণতি ❣️

5 mins
416


লেকের জলের দিকে একদৃষ্টে তাকিয়ে বেঞ্চে বসে আছে মেঘলা, বসে আছে বলা ভুল হবে, অপেক্ষা করছে আকাশের জন্য,,,,

আজ এক বছর পর যোগাযোগ করেছে আকাশ ওর সাথে,,,,

ফোন করে শুধুমাত্র একটা কথাই বলেছিল,,,,



" আজ একবার লেকের ধারে আসবে প্লিজ,,,, অনুরোধ করছি,,,, এসো প্লিজ,,,,"



ব্যাস এইটুকু বলে মেঘলার উত্তরের অপেক্ষা না করেই ফোন কেটে দেয়,,,, বরাবরই এরকম সে,,,,

আজও অভ্যেস টা আছে,,,,


পাঁচ মিনিট হলো এখানে এসেছে মেঘলা,,,, কতই না স্মৃতি রয়েছে এখানে,,,, দীর্ঘ আট বছরের স্মৃতি,,,,

হ্যা এই জায়গা টাই তো ওদের দুজনের পছন্দের জায়গা ছিল,,,, একে অপরের হাত ধরে জলের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছে ঘণ্টার পর ঘণ্টা,,,, একসাথে সূর্যাস্ত দেখেছে,,,, সব খুশির মুহূর্তের সঙ্গী করেছে এই জায়গা টাকে,,,, এখানেই আকাশের কাধে মাথা রেখে মনে মনে সাজিয়েছে সুখের সংসার,,,, কিন্তু সে আর হলো কই,,,,


একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেঘলার ভিতর থেকে,,,, দীর্ঘ আট বছরের সম্পর্ক তারপর বিয়ে,,,, কিন্তু,,,, কিন্তু টিকিয়ে রাখতে পারলো না সেই মধুর সম্পর্ক কে,,,, একবছর, মাত্র একবছর টিকে ছিলো,,,,



" মেঘ,,,,"


অতিপরিচিত কণ্ঠসর শুনে ভাবনার জগত থেকে বেরিয়ে আসলো মেঘলা,,,, গলার কাছে দলা পাকানো কান্নাটা নিজের মধ্যেই শুষে নিয়ে উঠে দাড়ালো,,,,

সামনের মানুষ টাকে দেখে বোঝা যাচ্ছে সে ভিতর থেকে কত টা বিধ্বস্ত,,,, চেহারাই আর সেই স্নিগ্ধতা নেই,,,, চোখ মুখ বসে গেছে,,,, ক্লান্তির ছাপ,,,, মুখে মলিন হাসি,,,, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি,,,,



সামনের ব্যক্তি অর্থাৎ আকাশও প্রাণ ভরে দেখতে থাকে মেঘলা কে,,,, হালকা আকাশি রঙের শাড়ি, গলায় একটা পেন্ডেন্ট, কপালে কালো টিপ,,,, আলগা করে খোঁপা করা চুল,,,, চোখের কাজল কিছুটা লেপ্টে গেছে,,,, একহাতে ঘড়ি,,,, আর আকাশ খেয়াল করেছে এখনও সেই নোয়া টা পরে আছে মেঘলা,,,,



" অপেক্ষা করালাম?"—হালকা হেসে জিজ্ঞেস করে আকাশ,,,,


" অভ্যেস আছে "—একদম নিচু স্বরে উত্তর দেয় মেঘলা,,,,



" বসো,,,,"



মেঘলা বসতে, তার পাশে কিছুটা দূরত্ব রেখে বসে আকাশ,,,, একদিন যার হাত জড়িয়ে না ধরলে সুস্থ হয়ে বসতে পারতো না আজ তার থেকেই দূরত্ব বজায় রাখতে হচ্ছে তাকে,,,, কারণ সেই অধিকার টা তো ও হারিয়ে ফেলেছে নিজের দোষে,,,,



" কেমন আছো?,,,,"


" ভালো,,,,"



মেঘলার গলা শুনে বুঝতে পারে ঠিক কতটা অভিমান আর কষ্ট জমে আছে ওর মনে,,,, আকাশ নিজেও তো প্রতিমুহূর্তে অনুভব করে এই কষ্ট,,,,



" আজ হটাৎ এখানে আসতে বললে?,,,,"


নিরবতা কাটিয়ে প্রশ্ন করে মেঘলা,,,,


" তোমায় দেখতে ইচ্ছে করছিলো খুব,,,, আর পারছিলাম না,,,,"


" এক বছর তো না দেখে কাটিয়ে দিলে,,,,"—তীব্র অভিমান নিয়ে বলে মেঘলা,,,



" ওটা তোমার ভুল ধারণা,,,,"



মেঘলা চোখ তুলে তাকালে আকাশ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে থাকে,,,,




" তুমি চলে যাওয়ার পর না পারছিলাম তোমাকে না দেখে থাকতে আর না পারছিলাম তোমাকে ফিরিয়ে আনতে যেতে,,,, দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার,,,, তাই রোজ তোমার বাড়ির সামনে যেতাম,,,, তোমাকে দেখার ইচ্ছে হতো খুব,,,, আড়াল থেকে দেখতাম,,,,"



মেঘলা চুপ করে রইলো, কারণ এগুলো সম্পর্কে তার ধারণা আছে,,,, আকাশ যে মাঝে মাঝেই ওর বাড়ির সামনে যেত এটা লক্ষ করেছে মেঘলা,,,,




" এখনও একা আছো, বিয়ে করোনি?,,,,"


প্রশ্নের উত্তরে মলিন হাসে মেঘলা,,,,



" সম্পর্কের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে,,,, যখন এতগুলো বছরের ভালোবাসা, সম্পর্ক টিকলো না তখন আর অন্য সম্পর্কের কথা ভাবিনা আমি,,,, একটা বছর যখন কাটাতে পেরেছি বাকি জীবন টাও কাটিয়ে দিতে পারবো,,,,"




হটাৎ করে আকাশ উঠে মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত টা ধরে,,,,



" মেঘ, আমাকে ক্ষমা করে দাও,,,, আমরা কি আবার সব শুরু করতে পারিনা একসাথে,,,,"



এতক্ষন শান্ত থাকলেও এবার আর চোখের জল আটকে রাখতে পারলো না মেঘলা,,,, হাতটা ছাড়িয়ে নিয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে বললো,,,,



" না,,,,"



এতদিন ধরে এই কথাটাই তো শুনতে চেয়েছিল আকাশের কাছ থেকে,,,, অপেক্ষা করতে করতে মনের মধ্যে পাহাড় সম অভিমান জমেছে,,,,



" মেঘ,,,,"


" নাহ কক্ষনো না,,,, এতদিন যখন একা ছিলাম এখনও ঠিক পারবো, আর তুমিও পারবে,,,,"


" নাহ আমি পারবনা মেঘ,,,, তুমি প্লিজ ফিরে এসো,,,,"


" জানো এতদিন ধরে আমি অপেক্ষা করে ছিলাম তোমার জন্য, ভেবেছিলাম কোনো না কোনো দিন তুমি আসবে,,,, কিন্তু তুমিতো নিজের ইগো নিয়ে ছিলে,,,, জানো যখনি বেল বাজত ছুটে যেতাম এই আশায় যে হোয়ত তুমি এসেছো, কিন্তু প্রতিবারই আমি ভুল প্রমাণিত হতাম,,,, কেনো করলে এটা তুমি,,,, আট বছরের সম্পর্ক,,,, এভাবে মুহূর্তের মধ্যে ভেঙে দিলে,,,, প্রেমিক হিসেবে তো তুমি সম্পূর্ণ ছিলে আক্কি, তবে স্বামী হিসেবে হলে না কেনো,,,, কিভাবে নির্দ্বিধায় ডিভোর্স এর কথা বলে দিলে,,,, কি এমন চেয়েছিলম আমি তোমার কাছে, শুধু তোমার শত ব্যস্ততার মধ্যে থেকে একটু সময় চেয়েছিলাম তোমার সাথে,,,, আর তুমি কি বলেছিলে বউয়ের আঁচলের তলায় সবসময় থাকতে পারবেনা তুমি,,,,"



" আমার মাথার ঠিক ছিলনা মেঘ,,,, তুমিতো জানোই আমি অল্পেতে মাথা গরম করে ফেলি,,,, তুমি যখন কিছু না বলে ডিভোর্সের জন্য রাজি হয়ে গেছিল আমি আরো রেগে গেছিলাম তাই তোমাকে ফিরিয়ে আনতে যাইনি,,,,"




মেঘলা তাচ্ছিল্য সহ হাসলো,,,,



" আসলে কি বলোতো আমরা যখন আমাদের প্রিয় জিনিস টা সহজে পেয়ে জাইনা তখন আর তাকে হারানোর ভয় থাকে না তাই আমরা তার মূল্য টা ভুলে যাই,,,,"



" এমন বলো না মেঘ, আমাকে আর একটা সুযোগ দেও , কথা দিচ্ছি আর কোনো অভিযোগের সুযোগ দেবো না,,,, মেঘ,,,, ফিরে চলো মেঘ,,,, শেষ বারের মতো ক্ষমা করে দাও তোমার আক্কিকে,,,, প্লিজ,,,,"




মেঘলার হাত চেপে ধরে অঝোর ধারায় কাদতে কাদতে বললো আকাশ,,,, মেঘলা কিছুক্ষন ওর মুখের দিকে তাকিয়ে রইলো তারপর উঠে পরলো ওখান থেকে,,,,








এক মাস পর,,,,



বিছানার উপর বসে আছে মেঘলা, পরনে বিয়ের শাড়ি,,,, আজ ওর আর আকাশের ফুলশয্যা,,,, দ্বিতীয় ফুলশয্যা,,,, হ্যা সেদিন আর ফিরিয়ে দিতে পারেনি সে আকাশ কে,,,, এত বছরের সম্পর্ক কীকরে ফিরিয়ে দিতো মানুষ টাকে,,,,, ওর চোখে জল দেখে সমস্ত অভিমান গলে জল হয়ে যায়,,,, আজ ওদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী আর সাথে আজই ওদের আবার বিয়ে হয়েছে রেজিস্ট্রি করে,,,,




মেঘলার ভাবনার মধ্যে দরজা খুলে আকাশ ভিতরে আসলো,,,,

এসেই বিছানায় উঠে মেঘলার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল,,,,



" মেঘ,,,,"


" হুম,,,,"


" ভালোবাসি,,,,"


" সবসময় এভাবেই ভালো বাসবে তো, আবার দূরে সরিয়ে দেবে না তো,,,,"



কোলের থেকে মাথা তুলে দুহাত দিয়ে মুখটা ধরলো,,,,



" কক্ষনো না,,,, আমি বাঁচবো না তোমাকে ছেড়ে মেঘ,,,, আমি দোষ করলে কান ধরে আমার দোষ টা দেখিয়ে দেবে কিন্তু কখনো ছেরে যেওনা মেঘ,,,,"



মেঘলা আকাশের বুকে মাথা রাখলো,,,,


" তুমি এরকমই থেকো সারাজীবন,,,,"


" সবসময়,,,,"




কপালে একে দিলো স্নেহ চুম্বন,,,,









ভালোবাসার মানুষের সামান্য একটু ক্ষমা চাইলেই ভেঙ্গে যায় পাহাড় সম অভিমানও,,,, ভালোবাসার মধ্যে ইগো কে কখনো আনতে নেই,,,, মনে রাখবেন আত্মসম্মান আর ইগোর মধ্যে বিস্তর ফারাক,,,, ইগোর কারণে ভেঙ্গে যেতে পারে মধুর সম্পর্ক,,,, মনে রাখবেন ভালোবাসার মানুষের কাছে সরি বললে তার কাছে ক্ষমা চাইল আপনি ছোটো হয়ে যাবেন না কখনো বরং আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে, তাই প্রিয়জন রাগ করলে বলে ফেলুন ভালোবাসা মিশ্রিত ছোট্ট একটা সরি,,,,













            *****সমাপ্ত*****



Rate this content
Log in

Similar bengali story from Romance