STORYMIRROR

Debjani Basu Mullick

Drama Tragedy

3  

Debjani Basu Mullick

Drama Tragedy

রবিবার

রবিবার

1 min
248

আজ রবিবার, আজ করে বুড়ি

জলখাবারে লুচি আর আলুচচড়ি।

দুপুর হতেই সিটি ওঠে প্রেসারে

মাংসের গন্ধ ছড়ায় চারিদিকে,

দুপুরের মেনুতে মাংস আর ভাত

এই ছিল খোকার প্রিয় খাবার।

সন্ধে হতেই সরঞ্জাম সাজায় বুড়ি

এবার সে মাখবে মশলা মুড়ি

আলু, পেঁয়াজ, ছোলা, মটর , মুড়ি

মশলা দিয়ে দারুণ মাখে বুড়ি।

অপেক্ষায় কেটে যায় সময় ,

আজ খোকা আসবে নিশ্চয়-

মুড়ি যায় মিইয়ে, ঠান্ডা হয় চা

তবুও রোজ প্রতিক্ষা করে মা,

খাবার নিয়ে বসে থাকে সারাদিন

একেই কি বলে মাতৃৠণ?

এইভাবেই কেটে যায় কত রবিবার -

মায়ের অপেক্ষা শেষ হয় না আর।।



Rate this content
Log in

Similar bengali story from Drama