পরমাণুগল্প
পরমাণুগল্প
বহুদিন আগে এক খুদে লেখক একটা প্রেমের গল্প লিখেছিল। সেই গল্পটা পড়ে বহুদূরবর্তী শহরবাসিনী এক পাঠিকা তাকে শুভেচ্ছা জানায়, সেই সূত্রেই তাদের পরিচয় হয়।
তারা দুজন পরিচিত থেকে বন্ধু হ'ল, বন্ধু থেকে 'কাছের বন্ধু'। তারপর প্রেম। গল্পের মত অতিনাটকীয় শোনালেও এভাবেই এগিয়েছিল তাদের সম্পর্ক।
লোকজন তো অবাক! অনেকেই মনে মনে ভাবে এই দুজন মানুষের পরিচয় কি করে হ'ল!
যাইহোক তাদের বিবাহও স্থির হয়ে গেল।
ছেলেটি, মানে সেই খুদে লেখক, সে এবার পড়ল মহা চিন্তায়। বিয়ের আগের ভ্যালেন্টাইন্স ডে তে স্পেশাল কী গিফট দেবে বুঝেই পায় না!
অবশেষে তার মাথায় একটা দুর্বুদ্ধি এল। সে ঠিক করল নিজেদের কাহিনীটাই গল্পের মোড়কে উপহার দেবে।
যেই ভাবা, সেই কাজ। ' নিজেদের' গল্পটা সে গুটিকতক বাক্যে লিখে ফেলল, নাম দিল 'পরমাণুগল্প'।
৯৮০ মাইল দূরে বসে মেয়েটি গল্পটা পড়ল এবারেও। তবে এবার আর শুধুই পাঠিকা হিসেবে নয়।।