STORYMIRROR

Chiranjit Saha

Drama Classics Crime

4  

Chiranjit Saha

Drama Classics Crime

মহিষাসুরমর্দিনী

মহিষাসুরমর্দিনী

2 mins
356


নিভন্ত আলোর বিদিশার মাঝেই অকস্মাৎ নড়ে উঠল রিনার দরজার কড়া । জানলা দিয়ে বাইরের বারোয়ারির দিকে একমনে তাকিয়ে থাকা মেয়েটা রীতিমতো আঁতকে উঠল আচমকা শব্দে । তবে শব্দটা ওর কানে নতুন নয় । শেষ সাতটা নিদ্রাহীন রাতে রিনার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছে অতি চেনা এই শব্দ । আজও তার কোনো ব্যতিক্রম হল না । রোজকার মতোই ঘড়ির কাঁটায় তখন রাত দেড়টা । আশ্রমের হাত দশেক দূরে, বারোয়ারির প্যান্ডেলে চলছে সন্ধিপুজোর আয়োজন । আজ যে মহাষ্টমী !




দিন সাতেক আগে পাড়ার পরিচিত এক শুভানুধ্যায়ীর হাত ধরে সুদূর বাঁকুড়া থেকে হুগলির এই মঠে আগমন অনাথ রিনা সর্দারের । মাত্র দুবছর বয়সে বাবাকে হারানোর পর এবার মা --- গতমাসের সংক্রান্তিতে তিন দিনের জ্বরে নিজের অপ্রকৃতিস্থ মেয়েকে একা ফেলে রিনার বিধবা মা রমাদেবী পাড়ি দেন না ফেরার দেশে । তারপর স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় পাড়াতুতো অভিভাবক তরুণকাকুর হাত ধরে মহালয়ার পুণ্য দুপুরে হুগলি নদীর তীরের এই আশ্রমে এসে ওঠে বছর ষোলোর মেয়েটি । মঠের রেজিস্টারে নাম ধাম লিখে নিয়ে রিনাকে তার বসবাসের ঘরটি দেখিয়ে দেন আন্তরিক মহারাজ স্বয়ং । তরুণবাবুর পরিবার বংশানুক্রমে দীক্ষিত এই মঠে । নতুন মহারাজ আসার পর থেকে মঠের সেবাকর্মের পরিধি বৃদ্ধি পেয়েছে আরও । পঞ্চাশজন দুঃস্থ , অনাথ মেয়ের বর্তমান আবাসস্থল হুগলি নদীর তীরের এই আশ্রম । 






দরজাটা খুলে দিল রিনা । অন্ধকার ঘরে প্রবেশ করলেন মহারাজ । হালকা ধাক্কায় রিনাকে বিছানায় ফেলে ঝাঁপিয়ে পড়লেন তার ওপর । মহালয়ার রাত থেকে গতকাল অবধি টানা সাত বার মহারাজের দ্বারা ধর্ষিত হয়েছে মেয়েটা । প্রথম রাতে আদিবাসী রিনা চমকে গেছিল খুব ; মহারাজের নির্মম হুমকিতে তার আকস্মিক আর্তনাদ ক্রমে পরিণত হয় নীরব কান্নায় । 






কিন্তু বিছানায় আজ হঠাৎ থমকে গেলেন মহারাজ । পাশের বারোয়ারির নিভন্ত আলো-আঁধারিতে আধপাগলি রিনার উলঙ্গ স্তনে স্পষ্ট ফুটে উঠছে নিজের হাতে রং-তুলিতে আঁকা দুর্গামায়ের মুখ । বাইরের মন্ডপে চলছে সন্ধিপুজোর মন্ত্রোচ্চারণ । ঢাক বাজছে সজোরে । মাতৃশক্তির আরাধনার তিথি যে ….

  






Rate this content
Log in

Similar bengali story from Drama