মেঘমল্লার
মেঘমল্লার


শব্দগুলো হতে চেয়েছিল ইমনকল্যাণ আর তুমিও হঠাৎ জেদ ধরলে গান বাঁধবে, তাই সুর খুঁজতে বেরিয়েছিল মেঘমল্লার,ঝাপসা কাঁচে আজকে তার ফিরে আসার শব্দ পেলাম....
চোখের তারায় লেগে আছে শীতের দুপুর, প্রশ্নগুলোর অপেক্ষাতে অস্থিরতা ঠোঁটের ভাঁজে - ' তবে কি আজ সুর এনেছে মেঘমল্লার?'বৃষ্টি নূপুর বেজে চলেছে সারা বিকেল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিতেই অবাক হল একটু বোধহয়,চেনা গোধূলির রঙ নিভিয়ে কখন যেন রাত নামল তোমার গানে, বুঝিনি ঠিক।বৃষ্টিনূপুর আবছা হতেই মনকেমনের গন্ধ পেলাম।অন্ধকারের শান্তনাটা ভালো মানায় মনের ভুলেই।খটকা লাগল ভোরের আলোর স্বচ্ছতাতে...
ঝাপসা কাঁচ আর বৃষ্টিনূপুর এখনো তোমার গান শোনাচ্ছে, শুধু শব্দগুলোই অদল-বদল।চিনতে পারা শব্দগুলোয় অচেনাদের ভিড় জমেছে,না হয় তাতেই রূপকথা হোক।
শুধু ছন্দটা আজ বেমানান থাক তোমার আমার ঝাপসা কাঁচে।।