লাস্ট কথা
লাস্ট কথা
......লাস্ট কথা............
................রুবেল মাহামুদ..............
আজ হলো সেই দিন যে দিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। কেন কি কারনে চলে গেছো সেই কথাও আমাকে বলে যাওনি। যাবার আগে শুধু একটা কথা বলে গেছো ভাল থেকো তুমি সুখে থেকো তুমি।
এই কথা উত্তর সেই দিন আমি দিতে পারিনি বলতে পারিনি তোমাকে ছাড়া কিভাবে ভাল থাকব আমি।তোমাকে ছাড়া কিভাবে সুখে থাকব আমি।
দেখতে দেখতে কয়েক বছর চলে গেলো এই মাঝে ঘটে গেলো ছোট বড় কত রকম ঘটনা অঘটনা। ছোট বড় মূলবান অমূলবান কত কিছু না হারিয়ে গেলো এই ছোট জীবন থেকে।
সব চাইতে বড় ব্যথা কি জানো? আমি এখনো সেই ব্যথাটি অনুভব করি।
জানি তুমি বলতে পারবে।তুমি আমার চোখের দিকে তাকিয়ে গলগল করে বলে দিতে পারতে কি চাই কি বলতে চাই আমি।
জানো, বুকটা এখনো আনচান করে উঠে, এই বুঝি তুমি ফিরে এলে । এই বুঝি বাহির থেকে মধুর সুরে আমাকে ডাকলে সাথে হয়তো হাজার পৃষ্ঠা একটা ডাইরি নিয়ে আসলে সেখানে আমাকে না পেয়ে তোমার দিন গুলো কেমন ছিল তা সুন্দর করে লিখে আনলে। আমি কতটা কষ্ট ছিলাম তোমাকে ছাড়া ঠিক তুমিও আমাকে ছাড়া ততটা কষ্টে ছিলে, সে কষ্টে অনুভূতি গুলো আমাকে বলবে।
কিন্তু তুমি আসলে না,দিন যায় রাত যায় কিন্তু তোমার দেখা আর নেই।
জানো মানুষ কখনো মৃত মানুষের জন্য অপেক্ষা করে না যত অপেক্ষা শুধু তোমার আমার মতো হাজার হাজার প্রিয়জন হারিয়ে যায় শুধু তাদের জন্য এই অপেক্ষা।
যে হারিয়ে যায় তাকে খুজে পাওয়া যায় কিন্তু যে ইচ্ছে হারিয়ে যায় তাকে কি আর খুজে পাওয়া যায়?
আমি জানি তুমি ইচ্ছে করেই লুকিয়ে আছে আর দূর থেকে আমাকে চুপি চুপি ঠিকই দেখছ।
কেন এতোটা লুকিচুরি তোমার মাঝে সেই কথাও আমি ভাবি। মানুষকে কষ্ট দিতে হয়তো তোমার ভাললাগে।তাই ত প্রতি ক্ষনে ক্ষনে আমাকে কষ্ট দিচ্ছ।
কষ্ট ত তার কাছেই পাওয়ার যায় যে ছিল তার আপনজন। তুমি আমার এমনই আপন জন ছিলে যার কষ্ট কখনো আমার কাছে কষ্ট মনে হতো না তোমার প্রতিটি কষ্ট যেনো আনন্দ অনুভব করতাম আমি।
জানো সেই দিন তোমার আব্বুর সাথে দেখা হলো এক পা এক পা করে আমার কাছে এসে আমার দিকে গভীর ভাবে তাকিয়ে ছিল। তার এমন ভাবে তাকানো দেখে কেন জানি নিজেকে বেশ অপরাধী মনে হয়েছিল। মনে হয়েছিল আমার কারনেই তুমি চলে গেছো, আমার কারনেই তোমার সাজানো গুছানো সুখ গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। মনে হয়েছিল আমার কারনেই তোমার শতশত আশা নিরাশার হয়ে গেছে।
আচ্ছা তুমিই ত আমাকে ছেড়ে চলে গেছো তাহলে মানুষ কেন আমাকে অভিশাপ দিচ্ছে কেন আমাকে দোষী মেয়ে ভাবছে কেন? ....... আচ্ছা আমি কি এতোটা খারাপ? ........
তোমার আব্বু সে দিন আমাকে বলেছিল..... জানো তার প্রতিটি কথা মাঝে আমি শুধু কষ্ট খুজে পেয়েছি। তার চোখের জল আমি অনুভব করতে পেয়েছি। পেয়েছি তার মনে হাজার হাজার আঘাত।আচ্ছা কেন তুমি এইভাবে সবাইকে কষ্ট দিয়ে চলে গেলে.....
একবার ত বলতে পারতে কেন কি কারনে তোমার এতো অভিমান। সব অভিমান কি শুধু আমারই সাথে ছিল?.........
জানি একটা সময় কষ্টের বোঝা ভারি হয়ে গেলে তার সুখ গুলো হালকা হয়ে যায় আচ্ছা তোমার কষ্ট বোঝা কি ভারি হয়ে গিয়েছিল? .....
কত জানা অজানা কথা এখনো মনে ভিতর প্রশ্ন তৈরি করছে।এক একটা প্রশ্ন উত্তর খুজে পাওয়াটা যে কতটা কষ্টকর তুমি কি তা জানো।জানি তুমি এই নিয়ে একটুও ভাবনি আর কখনো ভাববেও না। কেন ভাববে আমি ত তোমার কাছে অচল পয়সা ছিলাম, যার দাম কখনো ছিল না।
আচ্ছা তোমার কি মনে পড়ে সেই কথা, এক দিন বৃষ্টি ভিজে তোমার জন্য ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেছিলাম। তুমি এসে দেখলে আমার সারা গা ভিজে গেছে,বৃষ্টিতে আমি কাপছি, মনে পড়ে সেই কথা।
জানি সেই কথাও হয়তো তোমার মনে নেই যদি মনে করতে তাহলে কি আমাকে এতো বছর অপেক্ষা রাখতে। কখনো রাখতে না।তুমি ত সেই দিন বলেছিলে আমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার তাহলে কি এই ছিল ভাগ্য......
তুমি ত ভেবেই নিয়েছ হয়তো তুমি পালিয়ে গেলে আমি তোমাকে ভুলে যাবো, তোমাকে ভুলে নতুন করে কাউকে বুকে টেনে নেবো। আচ্ছা তুমিই বল কাউকে কি এতো সহজের বুকে টেনে নেওয়া যায়, জানি এই উত্তরও তুমি দিতে পারবে না।
জানো তুমি চলে যাওয়া পর আমার জীবনে কত ঝড় বয়ে গেছে, প্রতিটি ঝড় এতোটা আঘাত করেছে আমাকে সেই কথা তোমাকে বলে বুঝাতে পারব না। এতো আঘাত পাবো আমি কখনো ভাবতেও পারিনি প্রতিটি আঘাত আমার এই ছোট জীবনটা ভাঙা আয়না মতো ভেঙে চুরমার করে দিয়েছে।
মানুষের মুখে কত নিন্দা কত বাজে কথাই না শুনতে হয়েছে শুধু কি মানুষের মুখে নিজের আপন মানুষও আমাকে ছাড়েনি। কথা কথাই বলত আমি না কি বাজে মেয়ে তোমার সাথে আমার নাকি..... আমার ত এই কথা বলতেও ঘৃণা হচ্ছে ছিঃ মানুষ কতটা খারাপ....
আচ্ছা আর কত দিন তোমার অপেক্ষা থাকব আর কত দিন তুমি আমাকে কষ্ট দেবে। কত দিন তোমার কথা ভেবে ভেবে দুচোখ ভাসাবো আর কত দিন এই বুকে যন্ত্রণা নিয়ে বয়ে বেলাবো আর কত দিন বুকে ভিতর তোমাকে আগড়িয়ে রাখবো। একবার এসে বলে দাও না, Plesse একবার এসে দেখে যাও না তোমাকে ছাড়া আমি কেমন আছি।
এই বুকে হাজার যন্ত্রণা নিয়ে এখনো বেচে আছি।জানো বেচে থাকা ইচ্ছাটাও মরে গিয়েছিল। ভেবেছিলাম এই দুনিয়া ছেড়ে চলে যাবো দূর বহুদূর যেখানে গেলে কেউ আর ফিরে আসতে পারেনা।
জানো কয়েক বার চেষ্টা করেছি কিন্তু চেষ্টা করেও ফিরে এসেছি বার বার, ভাবছ ভয়ে ফিরে এসেছি.... না না না ভয়ে না শুধু একটি বার তোমার সাথে দেখা হবে সেই আশাই। চেয়েছিলাম তোমাকে না দেখে মরব না হয়তো আল্লাহ তারা আমার কথা শুনেছে তাই ত বার বার মরা চেষ্টা করেও বেচে ফিরেছি।
জানো বেচে থাকা যতটা সহজ মরে যাওয়া ততটা সহজ না এই কথাটি কিন্তু তুমি আমাকে বার বার বলতে। সত্যি তোমার কথাটি মিথ্যাও ছিল না।
জানি না কবে তোমার দেখা পাবো কবে তোমাকে আমার লুকানো কথা গুলো বলব সেই আশাই হয়তো এখনো বেচে আছি।
জানো কি কথা আমি লুকিয়ে রেখেছি কি এমন কথা বলার জন্য আজও আমি বেচে আছি...
হুম অনেক কথাই আছে....... যখন তোমার সাথে লাস্ট দেখা হবে তখন আমার মনের ভিতর লুকানো কথা গুলো তোমাকে বলব। লাস্ট বার তার পর আমিই তোমার কাছ থেকে দূরে বহুদূরে চলে যাবো। ইচ্ছে করলেই সেখান থেকে তুমি আমাকে ফিরিরে আনতে পারবে না।ইচ্ছে করলেই আমার হাতে হাত রেখে কথা বলতে পারবে না।ইচ্ছে করলেই আমার কষ্ট গুলো তুমি নিজে করে নিতে পারবে না।ইচ্ছে করলেই আমার চোখে দিকে তাকিয়ে বলতে পারবে না কেমন আছি আমি। ইচ্ছে করলেই তুমি বলতে পারবে না ভাল থেকো তুমি সুখে থেকো তুমি। হ্যাঁ সত্যি বলছি... তোমাকে লাস্ট দেখে আমিও হারিয়ে যাবো দূরে বহুদূরে.....তোমার যেমন আমার প্রতি অভিমান ঠিক তার থেকে হাজার গুণ অভিমান লুকিয়ে রেখেছি আমার এই বুকে মাঝে, যখন তুমি আসবে তখন আমার অভিমান গুলো দেখতে পারবে.... মানুষ যতটা ভালবাসতে পারে ঠিক ততটা অভিমান করতে পারে। আমি যে তোমাকে হাজার গুন বেশী ভালবাসি........
এতো বেশী ভালবাসি দেখেই হয়তো এতো কষ্ট পাচ্ছি। কথা আছে না যার ভালবাসা যত বেশী তার কষ্ট তত বেশী।
লাস্ট কথাটি লিখতে ভীষণ ইচ্ছে করছে,না থাক লিখব না যখন তোমার সাথে দেখা হবে তখনই বলব মানুষ কেন আমাকে এতো টা খারাপ এতো টা বাজি ভাবত.......
.... আচ্ছা রাখি, ভাল থেকো সুখে থেকো আর যদি মরে যাই তাহলে আমার লাস্ট কথা উত্তরটি তুমি খুজে বের করে নিও।
ভাল থেকে প্রিয়..........

