তুমি
তুমি
জানতাম তুমিও আমাকে ছেড়ে চলে যাবে , আমার স্মৃতি গুলো মুছে ফেলবে একমুহূর্তে। তোমার জীবনে সাথে আমি জড়িত ছিলাম সেই কথা কখনো বলবে না।
কেন বা বলবে,
তোমার যে চাহিদা ছিল সেইটা ত মিটে গেছে?
তোমার যে সখ ছিল সেইটা ও মিটে গেছে?
ছিড়ে ফেলে দিলে কাগজের মতো ছোট ছোট টুকরো করে আমার সপ্ন গুলো ।
ভেংগে ফেললে কাচের আয়নার মতো সাজানো গুছানো আমার এই জীবন টা।
কষ্ট ,
মানুষকে এতো কষ্ট কেউ দিতে পারে হয়তো এই আগে কখনো আমার জানা ছিল না।
কষ্ট আমাকে দিয়েছ , কখনো কি ভেবেছ কষ্ট আমি সইতে পারব কি না?
ভাবনি,
তুমিই ত বলেছিলে , কখনো আমার কষ্ট দেবে না , আমার কষ্ট গুলো নিজে করে নেবে।
আজ কেন কষ্ট দিলে , কেন বুক ভরা যন্ত্রণা দিলে , কেন আমার কাদালে।
সইতে পারিনি তোমার দেওয়া কষ্ট গুলো, সইতে পারিনি তোমার দেওয়া যন্ত্রণা।
বুকে ভিতর দাউ দাউ করে জ্বলছে।
যন্ত্রণা আমার এই বুক টা ফেটে যাচ্ছে , খুব ব্যাথা অনুভব করছি, বিশ্বাস কর আমি আর সইতে পারছি না ,তুমি নেই আমার মাঝে , এই কথা মানতে পারছি না। আমাকে একা রেখে চলে গেছো ,কেন চলে গেলে প্রিয়া?
তুমি ছাড়া আমি থাকব কিভাবে , কখনো কি এই কথা ভেবেছ ,
ভাবনি
আমি জানি তুমি এই কথা ভাবনি , তুমি ত জানো প্রিয়া , তুমি ছাড়া আমার এই পৃথিবীর টা শূন্য।
জানি ,
তুমি শুনবে না আমার কথা , হাজার বার বললেও আমার কাছে ফিরে আসবে না। কখনো আমার এইমুখ দেখবে না। তুমিই ত বলেদিয়েছ জীবিত থাকতে আমার এই মুখ দেখবে না। আমার এই মুখ দেখলে তোমার পাপ হবে। আমার এই মুখ দেখলে তোমার সুন্দর জীবন টা ধংস হয়ে যাবে।
আমার এই মুখ দেখলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
আমার এই মুখ তোমার আনন্দময় জীবন কেড়ে নেবে।
কথা গুলো শুনে বেশ অভাব হয়েছিলাম। কেদেছিলা সারারাত আর বার বার কথা গুলো মনে করেছিলাম , আর সারারাত ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি , আর কখনো আমার এই মুখ তোমাকে দেখাব না , আর কখনো তোমার সামনে আসব না , চলে যাবো দূর বহু দূরে।
হাজার বার চেষ্টা করলেও আমার পাবে না , হাজার বার চেষ্টা করলেও আমার সাথে কথা বলতে পারবে না। তোমার মাঝে শুধু স্মৃতি হয়ে থাকব।
জানো, কাল রাতে একটা কথা ভিষণ মনে পড়েছিল , কোথায় যেনো পড়েছিলাম মেয়েরা হল মায়াবতী। মায়া ভরা চোখ , যে চোখে মায়া কাউকে ছেড়ে চলে যায় না । সবাইকে আটকিয়ে রাখে। কাউকে ছাড়ে না। আপন করে বুকে মাঝে আগলে রাখে।
সম্পর্ক মাঝে হাজার ভুল বুঝাবুঝি হয়েও মেয়েরা হাত বাড়িয়ে দেয় সেই সম্পর্ক টি টিকিয়ে রাখতে।
কিন্তু তুমি?
থাক নাই বললাম তোমার দোষ গুলো । হাজার হলেও তুমি আমার প্রিয়। প্রিয়দের দোষ ধরতে নেই।
জানো,
একটা কথা জানতে খুব ইচ্ছে করছে , কেন, কি কারনে আমার প্রতি তোমার এতো রাগ এতো অভিমান এতো অভিযোগ , আমি চলে যাওয়া আগে যদি একবার বলে যাইতে তাহলে হয়তো মরেও শান্তি পেতাম।
জানি তুমি বলবে না , আমার সাথে দেখা ও করবে না , থাক প্রব্লেম নেই , আমি বুঝে নেবো। ভাবছ বুঝতে পারব না , বুঝতে পারব , আমি এখন বোকা না ,
অনেক কিছু বুঝতে পারি , বিশেষ করে তোমার সম্পর্কে।
জানো , আমার বন্ধুরা সব সময়ই তোমার সম্পর্কে বলত , তুমি এই তুমি সেই , তোমার সাথে আমার যায় না। তুমি একদিন চলে যাবে আমার ফেলে। তোমার সার্থ ফুলিয়ে গেলে আমাকে ফেলে দেবে ময়লা মতো কোনো আবর্জনা।
বিশ্বাস কর তুমি , আমি কখনো বিশ্বাস করিনি ওদের কথা , এখনো আমার বিশ্বাস হচ্ছে না তুমি নেই আমার মাঝে , আমাকে ছেড়ে চলে গেছো। তুমি ফিরে আসবে , হয়তো এই বুঝি তুমি চলে আসলে।
আসলেই আমি কত বোকা তাই না।সত্যিই বোকা।
আচ্ছা,
আচ্ছা আর কিছু বলব না , একটা কথা বলেই বিদায় নিতে চাই , তুমি ভাল থেকো সুখে থেকো।
আমার নামে কেউ ছিল তোমার মাঝে সেই কথা কখনো মনে করো না। পারলে আমার ক্ষমা করে দিও, তোমাকে রেখে ঐই দূর আকাশের হারিয়ে যাচ্ছি প্রিয়া।
ভাল থেকো প্রিয়া।
বিদায় তোমার...........
.....

