জীবন
জীবন
আপlনাদের জীবন কি ধরনের?
ভালো করে ভেবে দেখলে মনে হবে জীবন খুব অদ্ভুত আর জটিল। আর এখানে সবচেয়ে জটিল কাজ তোমার আশেপাশের মানুষকে ভালো ভাবে চিনতে পারা। তা নাহলে বিশ্বাসঘাতক কাছের মানুষ হয় কেনো? যেখানে ভালোবাসি শব্দ থেকে ওখানেই আবার "বিচ্ছেদ" নামক শব্দর সূচনা হয় কেন? আপন মানুষদের কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে ওঠার গল্পটা সূচনা হয় কেন?
কারণটা বোধয় খুব সহজ তুমি তার কাছে শুধুমাত্রই প্রয়োজন ছিলে, প্রয়োজন শেষ তাই তুমি আজ তুচ্ছ..
