হিজ প্রোপার্টি
হিজ প্রোপার্টি
Chapter 1
একটা হাসি খুশি জীবন বদলে যেতে দেখলাম নিজের চোখে সামনে। সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু সবই তাদের অতীতের একটা ভুলের জন্য পাল্টে গেল। একটা মেয়ের জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। সাজা পেল মেয়েটা যার কোনো দোষ ছিলনা, না তার জানা ছিল কিসের সাজা পেল সেই।কিন্তু সত্যিই কি মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল? নাকি শুরু হলো একটা নতুন অধ্যায় মেয়েরা জীবনে?
_____________________________________
গল্পের চরিত্র :
জীবন সিংহ রায়
বয়স 27 বছর
একজন খুব বড় ব্যবসায়ী
আপাতত ভাবে কলকাতায়়় নিজেদের যৌথ পরিবারের সাথে থাকে
খুব একটা ভালো মেজাজে ছেলে নয়
দেবী সিংহ রায়
বয়স 49 বছর
জীবনের বড় মা
এক নম্বরের কুচুটে বুড়ি
40 বছর বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন
মোহন সিংহ রায়
বয়স 48 বছর
জীবন ও রাহুলের বাবা
খুবই কড়া মানুষ কিন্তুুু মনের দিক থেকে খুবই ভালো
শেফালী সিংহ রায়
বয়স 46 বছর
জীবনে ও রাহুলের মা
খুবই নরম মনের মানুষ
রহুল সিংহ রায়
বয়স ২০ বছর
জীবনের ছোট ভাই
ক্লাসের সব থেকে ডানপিটে ছেলে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে
দীপ্তি হালদার
বয়স 16 বছর
স্কুলছাত্রী মধ্যবিত্ত পরিবারের মেয়ে
যা বলে মুখের ওপরে , মারামারিতে একেবারে প্রথমে বলতে গেলে একটা ডানপিটে , দস্যি মেয়ে
অঞ্জলি হালদার
বয়স 45 বছর
দীপ্তির মা হাউস ওয়াইফ
শম্ভু হালদার
বয়স 47 বছর
দীপ্তির বাবা ছোট খাট একটা ব্যবসা করেন

