একটা পাখির বাসা ছিল কবি মো:সাখাওয়াত হোসেন মান্না
একটা পাখির বাসা ছিল কবি মো:সাখাওয়াত হোসেন মান্না
একটা পাখির বাসা ছিলঃ পাখির বাসাটাতে ছয়টা পাখি ছিল I একটা বাবা পাখি একটা মা পাখি, তাদের চারটা বাচ্চা ছিল, পাখির বাচ্চা গুলোর মধ্যে দ্বিতীয় পাখিটাকে প্রথমে উরিয়ে দেওয়া হল যাতে খুব তারাতাড়ি উরা শিখে খাবার সংরক্ষণ করতে পারে, সেই পাখির বাসায় এখন তিনটা বাচ্চা আর মা পাখি আর বাবা পাখি । তারপর হঠাৎ বাবা পাখিটা খুব অসুস্থ হয়ে বাবা পাখিটা চিরতরে বিদায় নেয় , তারপর পাখির বাসায় আছে মা পাখি আর তিনটা বাচ্চা। কিছু দিন যেতে না যেতে প্রথম পাখিটাকেও বলা হয় তুই ও উরা শুরু কর খাবার সংরক্ষণ কর না হয় বৃষ্টি আসলে না খেয়ে মরবি তারপর বড় পাখিটাকেও উরিয়ে দেওয়া হল। এখন পাখির বাসায় একটা মা পাখি আর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পাখি তাদের এখন খেয়াল রাখাল মতো কেউ নেই। 🤷বাবা পাখিটাও নেই 🤦♂️
