বৃদ্ধ সন্তান
বৃদ্ধ সন্তান
আমার মা-বাবা মারা গেছে বহুদিন হলো। তাদের জন্য চোখের কোণে আর জল আসে না,যা আসে তা হলো অপেক্ষা! অপেক্ষা নয় মা-বাবার কাছে ফিরে যাওয়াটা,অপেক্ষা নিজের মৃত চেহারাটার,যেটা দেখে হয়তো কিছুজন শান্তি পাবে !
আমার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে,হাঁটতে গিয়ে হাত-পা টলমল করে,খেতে পারি না,আমার মা নেই যে খাওয়াবে!আর বাবা নেই যে হাঁটানো শেখাবে! মনে হয় আমি ভুলে গেছি খাওয়া-হাঁটা আর ঘুমানো! আরোও অনেক কিছু! জেদি , বদমেজাজি, পাগল, ইত্যাদি কত কি হয়েছি ! আসলেই আমি আবার আমার শৈশব ফিরে পেয়েছি!কে বলে শৈশব ফিরে পাওয়া যায় না ! সব পাওয়া যায় ! যদি কিছু পাওয়া যায় না, তাহলে সেটা হলো ভালোবাসা ' ! বৃদ্ধ হলে সন্তানের ভালোবাসা !
