Aftab Hossain

Inspirational

4.0  

Aftab Hossain

Inspirational

ভেবে দেখেছো কি

ভেবে দেখেছো কি

2 mins
473


সাইকেলের চাকা খুলে 'টায়ার' চালিয়েছেন কখনো

বা নদীর ঘোলা জলে ঝাঁপাঝাঁপি ?

ঘুড়ি হাতে মেঘ ছুঁয়েছেন বা নিমডালের দাঁতন ?


ওই শ্মশান ঘাটটার পাশে যেখানে চলে যাওয়া মানুষগুলোর স্বপ্ন টাটকা কাশফুল হয়ে ফুটেছে,

ছুঁয়েছেন কখনো ? আচ্ছা নদীপাড়ে বেচকুল খেয়েছেন ?


বন আকন্দ গাছের রস নিয়ে সেপ্টিপিনের পিছনে লাগিয়ে ফুঁ দিয়েছেন কখনো ?

দেখেছেন স্বপ্ন গুলো কেমন বুদবুদ হয়ে উড়ে যায় । হাতে ফড়িং ধরেছেন কখনো ?

দেখেছেন বাঁধা পড়লে ওড়া কত কষ্টের ?


দেশি ধুনচি গাছের রস লাগিয়েছেন ব্যাথা মারার জন্য বা চুন হলুদ? বাদ দিন ।

আচ্ছা হাফ প্যাটেলে সাইকেল চালিয়েছেন কখনো ?

কিম্বা মরচে পড়া লোহা বিক্রি করে সাইকেলবালার কাছে সনপাপরি খেয়েছেন ?

ছাদের উপর দাঁড়িয়ে এন্টেনা ঘুড়িয়েছেন কখনো বা রবিবার করে শক্তিমান ?

কখনো রেললাইনের ওপর একটাকার কয়েন দিয়ে দেখেছেন কেমন লাগে ?

মনে হয় না সব কিছু কেমন চেপ্টে গেল । ঠিক স্বপ্ন গুলোর মত ।


 আচ্ছা বর্ষাকালে কখনো গামছা দিয়ে জল ছেঁকে মাছ ধরেছেন ?

বা বিয়ারের শিশি কুড়িয়ে গুঁড়ো করে এরারুট দিয়ে সুতোয় মাঞ্জা দিয়েছেন ?

সব্বাইকে কেটে জেতার মাঞ্জা । কাটতে পেরেছেন ?


কনুই ছিলে টল মার্বেল খেলেছেন কখনো ?

বা অন্য পাড়ায় গিয়ে হিরোগিরি ? কখনো মেয়েদের স্কুলে সরস্বতী পুজোতে গেছেন ? বুক ধুকপুক করেছে ।

 এখনো কি করে ? 

আচ্ছা ভিড়ে ছিঁড়ে যাওয়া চপ্পল এর নিচে কখনো সেফটিপিন আটকেছেন ?

জোড়াতালি দিয়ে কিছু আটকাতে পেরেছেন ?


লুকিয়ে প্রেমে পড়ে তিনটা এক্সট্রা ধোঁয়া খেয়েছেন ? খালি পকেটে কখনো মনে হয়েছে একদিন পকেট ভরলেই সব প্রেম আমার ।

ভরেছে ? পেয়েছেন ?


কখনো জেগে স্বর্গের স্বপ্ন দেখেছেন ?

এতক্ষন তাই দেখছিলেন ।


#ভেবে দেখেছো কি । তারারাও কত আলোকবর্ষ দূরে । তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational