STORYMIRROR

Abdull Ahamed

Romance

3  

Abdull Ahamed

Romance

#ভালোবাসার দুষ্টুমি #

#ভালোবাসার দুষ্টুমি #

2 mins
35

#ভালোবাসার_দুষ্টুমি (১)

#স্বপ্নীল_আজিম 

"ও মাগো আমার কোমড়টা গেল রে...!!এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলো সারা'!!আর সারার চেঁচানো শুনে সামনের গাড়ি থেকে নেমে এসে একজন বলতে শুরু করলো


-------"এই মেয়ে চোখে দেখো না নাকি'!!দেখছো সামনে একটা গাড়ি আসছে'!!তাহলে সরে যাবে না'!!ইস্টুপিট মেয়ে কোথাকার......(রেগে)


"একে তো সারা কোমড়ে ব্যাথা পেয়েছে তার ওপর আবার এতগুলো কথা শুনালো'!!মুহূর্তের মধ্যে রাগে আগুন সারা'!!এমন সময় দৌড়ে আসলো সারার সামনে তিশা আর রুহি'!!ওরা দুজনেই হলো সারার বেস্ট ফ্রেন্ড'!!ওরা বললোঃ


--------"তুই ঠিক আছিস তো সারা.....


"ওদের কথার কোনো জবাব না দিয়ে আস্তে আস্তে সাইকেলটাকে উঠিয়ে সারা দাঁড়িয়ে পরলো'!!তারপর সামনের ছেলেটার দিকে তাকিয়ে চেঁচিয়ে বললো


---------"এই যে মিস্টার একি তো ধাক্কা মেরে ফেলে দিয়েছেন তারওপর আবার অপমান করছেন'"!!!দোষ কার ছিল শুনি'!!আপনি তো ধাক্কা দিলেন আমার সাইকেলে তাই তো পড়ে গেছি....


----------"আমি ধাক্কা দিয়েছি (স্বপ্নীল)


---------"হুম আপনি ধাক্কা দিয়েছেন......


---------"আমি ধাক্কা দেই নি ইউ সামনে চলে এসেছো...??


"এই নিয়ে সারার সাথে সামনে থাকা ছেলেটির সাথে ঝগড়া শুরু হয়ে গেল....'!!হর্ঠাৎই স্বপ্নীলের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি জিসান স্বপ্নীলের কানে কানে বলে উঠলঃ


---------"দোস্ত এ দেখি পুরো "ঝাঁঝে ভরা লাল মরিচ"!!


--------"হুম তাতো দেখতেই পারছি'!!


--------"ওই যে কানে কানে কি কথা বলা হচ্ছে শুনি'!!(সারা)


"এমন সময় ছেলেটির পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলে উঠলঃ


----------"স্বপ্নীল চুপ কর!!এসব গ্রামের মেয়েদের সাথে কথা বলে পারবি না'!!গ্রামের মেয়েরা এক একটা ঝগড়ুটে হয়'আর গাইয়া হয়!!


"এই মেয়েটির কথা শুনে ওর পাশে থাকা আর একটা মেয়ে বলে উঠলঃ


--------"তুলি আপু'!!এসব কি বলছো তুমি.....


--------"ঠিকই বলছি নূর!!তুমি চিনো না এসব মেয়েদের??


"সামনে মেয়েটির কথা শুনে আরো মাথা গরম হয়ে গেল সারার'!!সারা সামনের মেয়েটির দিকে তাকিয়ে বললো


--------"এই যে মিস তুলোর বস্তা'!!কি সব বলছেন শুনি'!!গ্রামের মেয়েরা গাইয়া হয়'!!আর আপনি কি শুনি শহরে থাকলে আর ফাটা জামা পরলে বুঝি স্মার্ট মেয়ে হয়ে যায়'!! কাপড় পড়েছেন মনে হচ্ছে কিছুই পড়েন নি আবার আসছে কথা বলতে।


"সারার কথা শুনে মেয়েটি রেগে চেঁচিয়ে বলে উঠলঃ


--------"ইউ তুমি আমায় কি বললে "তুলোর বস্তা"!!


"মেয়েটির কথা শুনে হাসলো তিনজন'!!তারপর


Rate this content
Log in

Similar bengali story from Romance