ভালোবাসার দুষ্টুমি
ভালোবাসার দুষ্টুমি
#ভালোবাসার_দুষ্টুমি (৩)
#স্বপ্নীল_আজিম
তারপর বলো মনু কেমন ফিলিংস হলো তোমার'!!রান্নাঘরে দাঁড়িয়ে কথাটা বলে উঠলো সারা তিশাকে'!!আর সারার কথা শুনে রুহি মুখ চেপে হেঁসে বললোঃ
---------"হ বল কেমন লাগছে এখন......
"তিশা অবাক হয়ে দুজনের কথা শুনেই বললোঃ
---------"তোরা কিসের ফিলিংসের কথা বলছিস বল তো'!!
---------"লে খুকি রুহি দেখ বান্ধুপী তো বুঝতেই পারছে না'!!
"সারার কথা শুনে রুহি হেঁসে বলে উঠলঃ
----------"দেখছি তো......
"সারার দুজনের হাসাহাসিতে তিশা বিরক্তমাখা মুখ নিয়ে বললোঃ
---------"তোরা হাসাহাসি বন্ধ করবি.....আর ওটা জাস্ট একটা এক্সিডেন্ট ছিল.....
"কিন্তু সারাদের হাসি যেন থামছেই না'!!আর তিশা হাবলার মতো দাঁড়িয়ে থেকে ওখান থেকে চলে গেল'!!
"ও যেতেই সারা আর রুহি দুজন আরো উচ্চ স্বরে হেঁসে দিলো'!!
___________________
"ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে আছে স্বপ্নীল!!আর ওয়াশরুমের ভিতরে জিসান'!!আর বাকি সবাই বিছানায় বসে হাসাহাসি করছে'"!হর্ঠাৎই আরিয়ান বলে উঠল জিসানকে....
---------"তাড়াতাড়ি মুখ ধুয়ে বেরিয়ে আয়......
---------"দোস্ত মুখ থেকে কেমন যেন ডিম ডিম গন্ধ আসছে......
"স্বপ্নীল জিসানের কথা শুনে হেঁসে বললোঃ
----------"আব্বে বোকা ছেলে তোর পুরো মুখে ডিম লেগে গেছে......
"জিসান স্বপ্নীলের কথা শুনে চেঁচিয়ে বলে উঠলঃ
------------"কি আরে আগে বলবি না,,এই বলে জিসান তাড়াতাড়ি মুখ ধুতে শুরু করলো'!!
"স্বপ্নীল জিসানের কান্ড দেখে হাসতে হাসতে গিয়ে বসে পরলো বাকিদের সাথে বিছানায়'!!
"কিছুক্ষনের মধ্যেই জিসান মুখ ধুয়ে বেরিয়ে আসলো সবার সামনে'!!সবার সামনে আসতেই সবাই উচ্চ স্বরে হেঁসে দেয়.....
"জিসান ওদের হাসি দেখে বলে উঠলঃ
---------"হইছে আর হাসা লাগবে না তোদের দাঁত যতগুলো আছে সব পড়ে যাবে...…..
"জিসানের কথা শুনে তুলি বলে উঠলঃ
----------"পড়ে গেলে তোরগুলো লাগামু আনে......
-----------"তোরে দিমু না......
"জিসানের কথা শুনে স্বপ্নীল বলে উঠলঃ
----------"তাইলে কারে দিবি যে মেয়েটার উপর পড়ে গেলি তারে.......
"স্বপ্নীলের কথা শুনে দু'মিনিটের জন্য হলেও জিসান কল্পনায় চলে যায় তখনকার বিষয়টা নিয়ে....কিছু একটা ভেবে আনমনে হাসলো জিসান'!!হর্ঠাৎই জিসানের মাথায় একটা চাটি মারলো স্বপ্নীল!!তারপর বলে উঠলঃ
-----------"কি এতো ভাবছিস বল তো......
----------"না কিছু না......
----------"তারপর বলো মামা ডিমের পারফিউমটা কেমন লাগলো......
----------"আবার যা আমি তোগো লগে আর খেলুম না আমি.......
"জিসানের কথা শুনে হেঁসে দিল সবাই.......
~ সারাদিন হাসাহাসি করতে করতেই কেটে গেল তাদের...
___________________
"রাতে খাবার টেবিলে গোল বসে আছে সবাই.....
"এদিকে তিশা আর জিসান দুজনেই মাথা নিচু করে চুপচাপ বসে আছে'!!আর ওদের এভাবে মাথা নিচু করে থাকার মূল কারন হলো জিসান'!!এই মুহূর্তে সবাই দুপুরের সেই ঘটনাটা নিয়ে হাসাহাসি করছে.....
"এমন সময় সবার মাঝে আসলো দাদু'!!সাথে সাথে সবাই চুপ'!! চুপ....'!!তারপর সবাই মিলে খাবার খেতে শুরু করলো।!ধীরে ধীরে খাবার টেবিলে নীরবতা এসে গ্রার্স করলো'!
"সারার সামনে বসেছে স্বপ্নীল। স্বপ্নীলের বাম পাশে তুলি আর ডান পাশে সায়ান তারপর জিসান তারপর নূর'!!আর সারার দিক থেকে তিশা জিসানের সামনে,আর রুহি সায়ানের'!!আর সবার সবার মাঝখানে বসেছে দাদু'!!এইভাবে নীরবতা ভালো লাগে নাকি ধুর'!!বোরিং লাগছে'!!
"এই ভেবে তিশা পায়ে একটা খোচা মারলো স্বপ্নীল!!সারার কাজে তিশা অবাক হয়ে বললোঃ
--------"কি হইছে......
---------"ভালো লাগছে না সবাই এইভাবে চুপচাপ কেন বোবা হয়ে গেল নাকি......
--------"এত কথা কেন বলিস তুই চুপচাপ খেয়ে নে.....
--------"আচ্ছা দেখতো রুহি আফায় কি করছে'!!নিশ্চয়ই সায়ান ভাইয়ার দিকে মিটমিট করে তাকাচ্ছে আর হাসছে......
"সারার কথা শুনে তিশা রুহির দিকে তাকালো'!আর যা ভাবছিলাম তাই ঠিক'!!আফায় সায়ানের দিকে তাকিয়ে মুচকি হাসছে'!!আর সায়ান সে একটা গোমরা মুখি চুপচাপ খাবার খাচ্ছে'!!মনে হয় বউ মরছে এমন.......
"সারার কথা শুনে তিশা হেঁসে বললোঃ
--------"ঠিকই বলছো ভাইয়াটা কেমন যেন সব সময় চুপচাপ থাকে.....
"সারাদের ফিসাফিসি তে দাদুভাই বলে উঠলঃ
--------"কি হলো ময়না পাখি আর টিয়া পাখি তোমরা দুজন কি ফুসফুস করছো.....
"ব্যস হয়ে গেল'!!দাদুর কথা শুনে সবাই সারাদের দিকে তাকালো'!!এমন সময় স্বপ্নীল বলে উঠলঃ
---------"কি আর বলবে দাদু নিশ্চয়ই খাবার টেবিলে বসে মশা মারছে......
"স্বপ্নীলের কথা শুনে হেঁসে দিল সবাই'!!
----------"ওই আপনাকে কে বলছে আমার বিষয়ে কথা বলতে হুহ......
"সারার কথা শুনে স্বপ্নীল চেঁচিয়ে বলে উঠলঃ
-----------"দাদু তোমার ময়না পাখির আরো খাবার লাগবে.......
"স্বপ্নীলের কথা শুনে সারার চোখ রসগোল্লার মতো হয়ে গেল'!!মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলোঃ
-------"শালায় বলে কি আরো খাবার লাগবে আমি তো এগুলোই খেতে পারছি না......
"সারার কথা শুনে দাদুভাই বলে উঠলঃ
---------"সেটা কেন ময়না পাখি তোমার আরো খাবার লাগবে আমাদের বলবে না......
--------"দাদুভাই আমার আর লাগবে না উনি মিথ্যা কথা বলছে........
---------"দাদু ওর কথা বিশ্বাস করবে না ও লজ্জায় মিথ্যা কথা বলছে,,(স্বপ্নীল)
"স্বপ্নীলের কথা শুনে আন্টি সারাকে আরো খাবার দিল'!!যা দেখে চোখ মুখ রসগোল্লা হয়ে গেছে'!!এত খাবার কেমনে খাবে সারা....
---------"এইগুলো সব "ফাটা স্পিকার'' ইচ্ছে করে করলো এমন'!!আচ্ছা ঠিক আছে আমারো সুযোগ আসবে বাবু'!!!তারপর আমিও দেখিয়ে দিমু.. মনে মনে বলছে সারা....
"এই বলে নিজেকে শান্ত্বনা দিয়ে ধীরে ধীরে খাবার খেতে শুরু করলো'!!কিছুক্ষণ পর আর খাবার যাচ্ছে না পেটে'!!তাই তিশাকে বললো
--------"বোইন কিছু খাবার নিবি.....
---------"না আর হবে না এমনিতেই পেট ভরে গেছে.....
"এদিকে স্বপ্নীল মুখ চেপে হাসছে'!!আর মনে মনে বলছেঃ
---------"এইবার বুঝো ঠ্যালা আমার গাড়ির বারোটা বাজাইছো না এখন আমিও তোমার বারোটা বাজাই দিসি'!!
"একে একে সবাই খাবার খেয়ে চলে যাচ্ছে'!!আর সারা এখনো বসে আছে'!!সবাই যেতেই অর্ধেক খাবারের প্লেট নিয়ে উঠতে যাবো'!!এমন সময় স্বপ্নীল বলে উঠলঃ
--------"কোথায় যাচ্ছো "লাল মরিচ''!!
"স্বপ্নীলের কথা শুনে আমতা আমতা করে সারা বললোঃ
---------"কই কোথায় না তো কোথাও যাচ্ছি না......
---------"সত্যি তো তাহলে খাও সব খাবার না খাইয়ে তোমায় তো উঠতে দিচ্ছি না.......
"এই মুহুর্তে প্রচুর কান্না পাচ্ছে সারার!!সারা জীবনে কোনোদিন এত খাবার একসাথে খাই নি'!!শেষমেশ কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করলো'!!
"এদিকে সারার অবস্থা দেখে রুহি তিশা দুজনেই হাসছে'!ইচ্ছে তো করছে দুটোর মাথা বারি মে*রে ফাটিয়ে দেই....কিন্তু এই মুহুর্তে তা পসিবল না......
"বেশকিছুক্ষন পর......
"সব খাবার শেষ করে ফেললো সারা!!
__________________________________________
___________________
"রাত_১০:০০টা......
"রুমের মধ্যে পায়চারি করছে সারা!!অতিরিক্ত খাবার খাওয়ার ফলে অবস্থা খারাপ হয়ে গেছে সারার!!সব হইছে ওই "ফাটা স্পিকারের" জন্য ছাড়মু না বলছে সারা!!এর শাস্তি যে পর্যন্ত না দিচ্ছি সেই পর্যন্ত আমার ঘুম আসবে না'!!এই মুহূর্তে বক বক করছে সারাঃ
---------"শালা তোর কপালে ভালো বউ জুটবে না দেখিস, তোর বউ তোরে সারাদিন জ্বালাবে দেখিস,তোরে প্রচুর মার*বে আমার মতো এত সুন্দর একটা ইনোসেন্ট মাইয়ার লগে এমন করলি না তোর ভালো হবে না দেখিস.....
.
"আর বিছানায় বসে বসে সারা কান্ড দেখে হাসছে তিশা আর রুহি'!!হর্ঠাৎই সামনে একটা বালিশ দেখল সারা!!সাথে সাথে বালিশটা হাতে নিয়ে মা*রলো দুটোর মুখে'!!
"রুহি বালিশ ধরে বললোঃ
--------"আমাদের মারছিস কেন???
--------"ঠিকই তো আমাদের মা*রছিস কেন তুই(তিশা)
---------"তোরা হাসছিস কেন???
--------"হাসবো না.... আর আমাদের না মেরে মা*রতে হলে গিয়ে "ফাটা স্পিকারকে" মার.....(তিশা)
"তিশার কথা শুনে সারার মনে হলোঃ
--------"ঠিকই তো ওদের না মে*রে ফাটা স্পিকারকে তো মারা উচিত কিন্তু কেমনে.....
"হর্ঠাৎই মাথায় একটা বুদ্ধি আসলো সারার!!ব্যস চুপি চুপি রুম থেকে বেরিয়ে উঁকি মার*তে লাগলো সারা নিচের দিকে'!!উদ্দেশ্য হলো নিচে স্বপ্নীল আছে নাকি.........
"সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে উঁকি মারছে সারা!!কিন্তু কেউ কোথাও নেই'!!হয়তো সবাই ঘুমিয়ে পরছে'!!এই ভেবে আবার উপরে উঠতে যাব এমন সময় কেউ বলে উঠলঃ
---------"এই ভাবে চোরের মতো উঁকি মারছো কেন??
"আচমকা এমনটা হওয়াতে ভয়ে ঘাবড়ে গেলো সারা!!সামনে তাকিয়ে স্বপ্নীল কে দেখে আরেক দফা অবাক হলো সারা !!তারপর নিজেকে সামলিয়ে বললোঃ
----------"চোরের মতো উঁকি মারবো কেন আসলে....
----------"আসলে কি......
----------"আসলে.....
---------"আসলে কি.....
--------"আসলে......
"সারার কথা শুনে স্বপ্নীল বিরক্ত মাখা মুখ নিয়ে বললোঃ
---------"আরে আসলে কি সেটা বলবে তো.......
---------"আপনি একটু নিচু হন কানে কানে বলবো......
"সারার কথা শুনে স্বপ্নীল সিরিয়াস কিছু মনে করে মাথা নিচু করলো.....
---------"আরো নিচু হোন.....
--------"আরো নিচু হতে হবে......
--------"হুম.....
"স্বপ্নীল আমার কথা শুনে আরো একটু নিচু হলো......
----------"আচ্ছা আপনি কি বাংলা বুঝেন না বলছি কানে কানে বলবো আপনার কান টা আমার কাছে নিয়ে আসুন......
"সারার কথা শুনে স্বপ্নীল আরো নিচু হলো......
"ব্যস হয়ে গেছে স্বপ্নীল নিচু হতেই স্বপ্নীলের মাথায় সারার মাথা দিয়ে ঠাসস করে দিলো একটা বারি'!!তারপর সারা বলে উঠলামঃ
--------"এইটা করার ছিলো......আর এটা হলো খাবারের সময় আমায় হেনস্তা করার জন্য হুহ......
"তারপর সারাকে আর পায় কে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা রুমে.....
.
"এদিকে আচমকা এমনটা হওয়াতে স্বপ্নীল পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল'!!স্বপ্নীল কপালে হাত দিয়ে হা হয়ে দাঁড়িয়ে আছে যেন কি হলো সব তার মাথার উপর দিয়ে গেছে'!!কিন্তু "লাল মরিচে" বারিটা মে*রেছে খুব জোরেই'!!
"তারপর স্বপ্নীল মাথায় হাত দিয়েই উপরে উঠতে লাগলো আর বলছে....
--------"ঠিক আছে আমিও পরে তোমায় দেখে নেবো শয়তান মাইয়া কোথাকার'.......
___________________
"রুমে ঢুকে সোজা নাগিন ড্যান্স দিতে সারা নাচতে লাগলো!!আর গান গাইতে লাগলো
----------"উড়ে উড়ে মামা,উড়ে উড়ে কাক্কু, কি মজা পাইছি,ডিস্কো ড্যান্স দিচ্ছে লগে .....💃😂💃
চলবে?????????

