STORYMIRROR

Debojyoti Banerjee

Romance Others

4.0  

Debojyoti Banerjee

Romance Others

অপূর্ণ ভালবাসা

অপূর্ণ ভালবাসা

4 mins
238

আমি তখন সবেমাত্র গ্রাজুয়েশন পাস করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম | সকালে বাড়ি থেকে বেরোতাম আর রাত্রিবেলা বাড়ি ফিরতাম | আমার প্রতিদিনের লাইফস্টাইল টা পুরো রুটিনমাফিক ছিলো | সময়ে খাওয়া , সময়ে ঘুম | এক এক সময়ে আমার এই লাইফ টা খুব বোরিং লাগত |

প্রত্যেক দিনের মতন সেই দিনও আমি রাত্রি বেলায় বাড়ি ফিরছিলাম | সেই দিনকে অফিস এ কাজ একটু বেশী থাকার কারণে আমার বাড়ি ফিরতে একটু দেরী হয়ে যায় | তখন ঘড়িতে প্রায় রাত ১১ টা বাজে | আমার বাড়ি যাবার রাস্তার আশেপাশে অন্য কারুর বাড়ি না থাকায় রাস্তাটা বেশ শুনশান এবং অন্ধকার | হটাথ রাস্তার একটা গলি থেকে একটা মেয়ের কান্নার শব্দ আমি শুনতে পেলাম | আমি ততক্ষনাত সেখানে গেলাম এবং দেখলাম সেই মেয়েটাকে ঘিরে চার থেকে পাঁচ জন লোক দাঁড়িয়ে আছে | তারা প্রত্যেকেই মদের নেশায় চুর |

আমি লোক গুলোর উদ্দেশ্য চিৎকার করে বললাম , তোমরা এখানে কি করছো ? ওই মেয়েটাকে বিরক্ত করছো কেন তোমরা ? ওকে ছেড়ে দাও !

ওই মেয়েটা আমাকে দেখতে পেয়ে ও আমার পিছনে লুকিয়ে পরল | আমি সেই লোকগুলো অনেক বোঝাবার চেষ্টা করলাম কিন্তু ওরা আমার কোন কথাই শুনতে রাজি হলো না | এবার আমার আর ওই লোক গুলোর মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হল | আমি লোকগুলো প্রায় আধমরা করে পুলিশের হাতে তুলে দিলাম | পুলিশ আমাকে এই রকম একটা সাহসী কাজের জন্য ধন্যবাদ জানালো | ওই মেয়েটাও আমাকে ধন্যবাদ জানালো |

মারামারি করার কারণে আমার হাতের একজায়গায় চোট লেগেছিল | সেখান থেকে রক্ত বেরোচ্ছিল | মেয়েটার সঙ্গে সঙ্গে ওর কাপড়ের আঁচল থেকে কাপড় ছিঁড়ে এ আমার হাতে ব্যাণ্ডেজ বেঁধে দিল |

আমি মেয়েটাকে আলতোভাবে জিজ্ঞাসা করলাম , আপনি ঠিক আছেন তো ? ওই আমি মেয়েটা ঘাড় নেড়ে বলল , হ্যাঁ |

আমি জিজ্ঞাসা করলাম , আপনার নাম কি ? আর আপনি এত রাত্রে এখানে কি করছেন ?

মেয়েটা বলল , আমার নাম নন্দিনী | আমি এখানে নতুন এসেছি | রাস্তা হারিয়ে ফেলেছি | আমি এই শহরে পুরো একা | থাকার জন্য একটা ঘর খুজছিলাম |

আমি বললাম , আমার নাম নীল | আপনি কোন চিন্তা করবেন না কাছেই আমার বাড়ি | আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন | আমার বাড়িতে একটা ঘর খালি আছে | আপনার যদি ঘরটা পছন্দ হয় তাহলে আপনি থাকতে পারেন |

মেয়েটা ঘাড় নেড়ে সম্মতি জানাল |

এখন ওই মেয়েটা আর আমি বাড়ির দিকে রওনা দিলাম | রাস্তায় যেতে যেতে আমি আর মেয়েটা কে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না |

খানিকক্ষণ চুপ করে থাকার পর মেয়েটা রাতের নিস্তব্ধতা ভেদ করে আমাকে প্রশ্ন করলো , আপনি কি এখানে একা থাকেন ?

আমি বললাম , হুম ....... | অফিস থেকে এই বাড়িটা আমাকে দিয়েছে |

নন্দিনী বললো , ও ....... |

এবার আমি আর নন্দিনী আমার বাড়িতে পৌঁছে গেলাম |

নন্দিনী প্রথমে আমার বাড়িটা দেখল | এরপর আমি ওকে সেই ঘর টা দেখালাম যেখানে ও থাকবে | আমি ঘরের ভিতর লাইট জ্বেলে নন্দিনী কে ডাকলাম , আসুন .... ভিতরে আসুন | এই হলো আপনার ঘর |

নন্দিনী ঘরটা দেখে বললো , বা: ! আপনার ঘরটা খুব সুন্দর | আপনি এত বড় বাড়িতে একা থাকেন , আপনার ভয় করে না ?

আমি বললাম , না ...... আমার ভয় লাগে না | আর এখানে ভয় কীসের ? আমি এখানে একাই থাকি |

আমি নন্দিনীর সাথে একটু মজা করেই বললাম আমি আর এখন একা কোথায় ? এবার তো আপনি আমার সঙ্গে থাকবেন |

মেয়েটা হেসে বলল , ঠিক বলেছেন | এখন থেকে আমি এখানে থাকব |

তারপর থেকে নন্দিনী আমার এখানেই থাকতে শুরু করলো | এরপর ধীরে ধীরে আমাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলো | এই ভাবে দিন যেতে লাগল , মাস যেতে লাগল , বছর যেতে লাগল | এখন আমাদের বন্ধুত্বর সম্পর্ক ভালবাসায় পরিণত হয়ছে | ওকে ছাড়া আমার কোন কাজে মন লাগত না | সারাদিন যেন ওর কথাই ভাবতে ইচ্ছা করত | ওকে ভালবাসতে ইচ্ছা করত |

একদিন আমি আর নন্দিনী দুজনে মিলে সিনেমা দেখতে যাবার প্ল্যান করলাম | আমি সেইদিন ভেবে নিয়েছিলাম আজকে আমি নন্দিনীকে আমার মনের কথা বলব | তাতে ওর জবাব যাই হোক | এখন আমরা আমাদের বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি | আমরা বাইকে করে যাচ্ছিলাম |

আমি নন্দিনীকে বললাম , আমি তোমাকে কিছু বলতে চাই .....|

নন্দিনী বলল , আমিও তোমাকে কিছু বলতে চাই...... |

আমি বললাম , প্রথমে তুমি বল |

 নন্দিনী একটু মুচকি হেসে বলল , নীল , আমি তোমাকে ভালবাসতে শুরু করেছি | আমি তোমাকে বিয়ে করতে চাই | I LOVE YOU নীল........ |

নন্দিনীর মুখ থেকে আই লাভ ইউ কথাটা শোনার পর আমার মনে আনন্দ হছিলো | কিন্তু আমি জানতাম না যে এই আনন্দ আমাকে নন্দিনীর কাছ থেকে চির কালের জন্য দুরে সরিয়ে দেবে | অত্যধিক আনন্দের কারণে আমি বাইক এর উপর আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি | একটা লরির সঙ্গে আমার বাইকের এক্সিডেন্ট হয় |

সেই অ্যাক্সিডেন্টে আমি তো বেঁচে যাই কিন্তু নন্দিনী সেই অ্যাক্সিডেন্টে মারা যায় |

আজ একুশে ফেব্রুয়ারী | নন্দিনী জন্মদিন | আমি ওর জন্মদিন প্রতি বছর পালন করি | কারণ আজ ও নন্দিনী আমার মনে বেঁচে আছে | আমি ওকে আমার চারপাশে সব সময় অনুভব করি |


Rate this content
Log in

Similar bengali story from Romance