Anindita Kashyap

Drama Classics

4  

Anindita Kashyap

Drama Classics

আসার আশায়

আসার আশায়

1 min
457


# শাড়ির আঁচল টা কোমরে গুজে, ঝাঁটা হাতে সকাল সকাল তিতিরের বচন শুরু: এই বলে সব পারে, আমি নাথাকলেও নাকি ঘর গোছানো থাকবে, এই গোছানো কিছু জায়গায় নেই। প্রথম বারেই অনুপস্থিতির ফল দেখে নিলাম, দুদিন বাইরে যাওয়ায় এই গতি, পরে যে কি হবে এই মানুষটার। 

 

# এক লাফে মোবাইল,বিছানা ছেড়ে শুভ রাগে বললো: সকাল সকাল বাজে কথা ছাড়া আর কথা নেই না, পরে মানে কি হে? যখন তখন ইমোশনাল ব্ল্যাকমেইল শুধু। সাত সকালে ফিরে এসে কোথায় দুটো মিষ্টি গল্প করবে, না! বাজে কথা যত সব। 


# শুভ তিতির কে কাছে টেনে বুকে জড়িয়ে বলল: না করেছি না যত গালি দিয়ে নাও এই বাজে কথা গুলো বলবেনা। ডাক্তার কি বললেন?


# তিতির একটু ভয়ে ভয়ে মৃদু সুরে বললো: তোমায় আগে বলিনি ভাবলাম মিছেমিছি উত্তেজনা বাড়ানোর প্রয়োজন কি! একটা কাজ করেছি যদি ঠাণ্ডা মাথায় শোনো তাইলে বলবো। আমি টেস্ট টা করিয়ে ফেলেছি, রিপোর্ট পজিটিভ এসেছে। তাই চিন্তা হচ্ছিল আমি নাথাকলে তুমি.......


# শুভ তিতিরের মুখে হাত চাপা দিয়ে, কপালে একটা চুমু দিয়ে বলল: এতো খুশির খবর হাতে ঝাঁটা নিয়ে। শাশুড়ি মাকে খবর দাও নমাসের জন্য একা মেয়ে যাচ্ছেনা, জামাতাও মাস খানেক থাকতে যাচ্ছে। abr~©


   

       



Rate this content
Log in

Similar bengali story from Drama