Arijit Das

Drama

2.1  

Arijit Das

Drama

আমরা কি স্বাধীন ?

আমরা কি স্বাধীন ?

2 mins
17.7K


অফিস যাওয়ার পথে সিগনালে দাঁড়িয়ে আছি , রেডিওতে দেশাত্ববোধক গান বাজছে , আজ রাস্তা একদম ফাঁকা , সবাই ছুটির মেজাজে আছে , হঠাৎ গাড়ির সামনে একটা বাচ্চা এসে কাঁচে দুটো টোকা মেরে বললো ওকে কিছু পয়সা ভিক্কে দিতে,ছেলেটার বয়স ১০ হবে|এতো রোজকার নিয়ম , এভাভেবেই ওঁরা ভিক্কে করে দিনযাপন করে , কিন্তু আজ একটু ব্যতিক্রম আছে , আজ ওর হাতে রয়েছে কিছু পতাকা , আজ ও ভিক্কে চাইছে না , আজ ও দুটো টাকা রোজগার করার জন্য এক ধাপ এগিয়েছে , ছেলেটাকে আগেও দেখেছি কিন্তু আজ ওর মধ্যে একটা গর্ব অনুভব করলাম , হতে পারে সেটা স্বাধীনতা দিবসের কিংবা নিজের স্বাধীন হওয়ার | কাল থেকে আর ভিক্কে করে খেতে হবেনা , এই পাওনা কি কম | এটাই তো স্বাধীন হওয়ার আনন্দ | আমার নিজের চাকরি পাওয়ার দিনটা মনে পড়ে গেলো | কাঁচ খুলে ওর থেকে দুটো পতাকা কিনলাম | ছেলেটা একটা মুচকি হেসে চলে গেলো পরের গাড়িটার দিকে | সিগনাল সবুজ হয়ে গেছে , আমার গাড়ি চলতে শুরু করে দিয়েছে , একবার কেন জানিনা চোখটা চলে গেলো রিয়ার ভিউ মিরররে , আর দেখলাম আমার পরের গাড়ির ভদ্রলোক ও ওই ছেলেটা থেকে পতাকা কিনছে , বেশ ভালো লাগলো |

কিছু দূর গিয়ে একটা ভাবনা মাথায় এলো , পতাকা তো শুধু আজ বিক্রি হবে , কাল কি আমরা আর ওর থেকে পতাকা কিনবো? তাহলে কি কাল থেকে ওই ছেলেটা আবার মাথা নিচু করে ভিক্কে চাইবে ? এই স্বাধীনতা কি একদিনের ? আমরা কেন আজকেই স্বাধীনতার গৌরব নিয়ে দিন কাটাই ? কেন প্রত্যেক দিন স্বাধীনতার কথা মনে করায় না আমাদের ?ওই বাচ্চাটা যদি রোজ স্বাধীন হয়ে বাঁচতে পারতো ? ওর বয়েসী বাচ্চাদের সাথে স্কুল যেতে পারতো তাহলে হয়তো এই পৃথিবীটা বাঁচার জন্য আরেকটু বেশি ভালো জায়গা হতে পারতো | আমার স্বাধীনতা আমার চিন্তায় , আমার ভাবনায় আর আমার স্বপ্নে | যতদিন সেই ভাবনা চিন্তা স্বপ্নেরা অবাধ বিচরণ করবে , আমি জানবো যে আমি স্বাধীন আছি | আজ ওই বাচ্চাটার মুখটা মনে পড়লে খালি মনে হচ্ছে যে আজ ও সত্যি স্বাধীনতা পালন করছে , কিন্তু আমার এই চেতনা কেন অন্য কোনদিন আমায় ভাবালো না , সেটা আমায় অবাক করছে , হয়তো আমিও আর সবার মতো এক দিনের স্বাধীনতা পালনে মত্ত |


Rate this content
Log in

Similar bengali story from Drama