আমার বিশ্বাস
আমার বিশ্বাস


নাম আমার মনীষা
ছিলোনা জীবনে কোনো দিশা
একদিন ছিলো খারাপ তার মন
হঠাৎ এলো অজানা নং থেকে ফোন
সে বললো বলছি ব্যক্তি আমি অজানা
ছিলো সে যে আমার জন্মান্তরের চেনা
হয়েছিল আমার খুব রাগ
দিলাম দাদাকে ডাক
তাকে পাত্তা আমি দেয়নি
সেও হাল ছাড়েনি
ম্যাসেজ করতো রোজ আমাকে
ভাবতাম আমি ব্লক করবো ব্যাটাকে
ব্লক করতে চাইতো না আমার মন
হয়তো আমি ছিলাম তার জীবন
একদিন বললাম তার সাথে কথা
জুড়ালো আমার সব প্রাণের ব্যাথা
সুন্দর ছিল তার গলার ভয়েস
হয়ে গেল সে আমার চয়েস
জাতিতে ছিলো সে ভিন্ন
মনটা হয়ে গেল শুন্য
করিয়েছিল রাজি তাকে ভালোবাসতে
আমিও পারিনি মনটাকে আটকাতে
দিয়েছিলাম ছেড়ে সব ভাগ্যের হাথে
ভগবান চেয়েছিল থাকি ওর সাথে
বেসে ফেললাম খুব ভালো ওকে
দিনগুলি খুব কাটছিল একে একে
ডাকে আমায় জান আর সোনা
ভরে ওঠে আমার মনের প্রতিটা কণা
সব চলছিল বেশ
একদিন পড়াশুনা হলো শেষ
বাড়িতে চলছিল বিয়ের কথা
শুরু হয়ে গেল আমার মাথা ব্যাথা
বাড়িতে করলাম গুপ্ত প্রেমের প্রকাশ
ভেঙে পড়লো মাথার উপর আকাশ
কেউ আমাকে বুঝলোনা
শুরু হয়ে গেল আমার কান্না
দিন কাটছে এভাবে
জানিনা কপালে কি হবে
নাম তার সাহিন
তাকে ছাড়া যে আমি দিশাহীন
ছেড়ে দিলাম সব নিয়তির হাথে
বিয়ে আমার হবেই সাহিনের সাথে
এটাই আমার বিশ্বাস
যতদিন থাকবে আমার নিশ্বাস