STORYMIRROR

Joy Mondal

Romance Tragedy Others

3  

Joy Mondal

Romance Tragedy Others

আবার ও ভালোবেসেছি

আবার ও ভালোবেসেছি

1 min
194

আবার ও ভালোবেসেছি

----------------------------------

( তৃতীয় পর্ব) 


কথায় কথায় বলায় হয়নি, আমি প্রাইভেট লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর রিদ্ধি হচ্ছে আমার পুরানো প্রেম। এই কলকাতায় আসার পর নতুন আলাপ হয় ওর সাথে। তারপর বুঝতেই পারছেন যা হয় আরকি। একটু ওর প্রতি বেশি কনসার্ন ছিলাম আর ওর দিক থেকে তেমন কোনো রেসপন্স পেতাম না।সবকিছুই ঠিক ছিল কিন্তু জানতে পারলাম একটা এক্সট্রার্নাল আ্যফেয়ার ক্যারি করছে। তারপরে এলো সেই দিন। ঘুমরে মরতে মরতে সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয়। রিদ্ধি ও আমাকে মুখের উপরে বলেই দিল আমি ওভার পসেসেসিভ্।অনেকটা ভেঙে পড়েছিলামপড়েছিলাম তখন। ভাবলাম সুইসাইড করবো কিন্ত অত মনের জোর আমার ছিলনা। শেষে অফিস থেকে বেড়িয়ে এলাম একটা নির্জন জায়গায়, আসলে একটু নিজের জন্য সময় চাইছিলাম। জানা ছিল না, কলকাতার মতো এমন একটা ব্যস্ত শহরে এমন কোনো জায়গা আছে।সে যায় হোক, এটা একটা নতুন কন্সট্রাকশন এড়িয়া। মনে হয়না এখানে এই সন্ধ্যায় কেউ আসবে । রীতিমতো বসে এখানে একটু মাইন্ডসেট করা যাবে। বাইক টা পাশে পার্ক করে ওতে বসে দেখলাম এক সুন্দর একটা দৃশ্য। আলো ঝলমলে এক আলোময় শহর। কতটা সুন্দর!! এই শহরেই সব মন ভাঙ্গা গল্প নিয়ে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। এই এত উচুঁ থেকে কলকাতা শহর, এই উচুঁ উচুঁ বিল্ডিং বেশ সুন্দর!! হঠাৎই এই সুন্দর ভাবনায় ব্যাঘাত ঘটালো একটা খসখসে আওয়াজ।


Rate this content
Log in

Similar bengali story from Romance