১
১
কাঁকন বয়েজ কমনরুমের সামনে গিয়ে দেখল অর্নব ভেতরে বসে কি একমনে যেন লিখছে।রুমে ঢুকে গিয়ে ঝুঁকে দেখল কার একটা ছবি আঁকছে ,অর্নব হকচকিয়ে গিয়ে দেখল কাঁকন সামনে হাত মুড়ে দাঁড়িয়ে, অর্নব বলল তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো, যে এত ভাল রান্না পারে আমি শুনেছি সে ভাল ঝগড়াও করতে পারে, কাঁকন জিঞ্জাসা করল আপনি এমন কেন করলেন? কি করলাম আমি, এই যে ভোটে দাঁড়াবেন না শুনলাম আমাকে ভয় পেয়ে গেলেন নাকি হেরে যাবেন তাই? তাতে তোমার কি এবার তুমি আরামসে জিততে পারবে ,এইবার কাঁকনের উপরে ঝুঁকে গিয়ে একদম মুখের সামনে মুখ এনে অর্নব বলল তোমার মতো সুন্দরী মেয়ের কাছ থেকে হারাটা অনেক মজার,আর ভয় সত্যি পেয়ে গিয়েছি তোমার রূপ দেখে। কাঁকনের নিঃশ্বাস জোরে জোরে পড়তে লাগল কয়েক মিনিট দুজন দুজনের চোখাচোখি তাকিয়ে থাকল এইবার লজ্জায় ,ভয়ে কাঁকন বলল আ….আমি। কি হল বল কিছু, আ…আ….আপনি আমার উপ…উপর থেকে উঠুন ,বলেই কাঁকন বেরাতে যাবে বেঞ্চের উপর দেখল সেই কাগজ যেখানে ছবিটা আঁকা আছে কাঁকনের। কাঁকন মুচকি হাসি হেসে বেরিয়ে গেল ।অর্নব হাসছিল তা দেখে।
পরের দিন শুনল কাঁকন ও মনোয়ন প্রত্যাহার করে নিয়েছে, রাহুল শুনে বলল এই তোরা কি টম এন্ড জেরি খেলছিস ,কাল তুই আজ ও ভোট থেকে সরে দাঁড়াল ব্যাপার টা কি ? একে অপরের পেছনে পড়ে আছিস কেন? অর্নব হাসতে হাসতে বলল বলেছিনা সময় এলে সব দেখতে পাবি।
