যোগাযোগ গভীরে
যোগাযোগ গভীরে
বহুদিন যোগাযোগ
যায় হারিয়ে,
তবু যোগাযোগ থেকে
যায় ভীষন গভীরে।।
একিই মেঘের তলায়
একিই সময়ের সাথে এগিয়ে চলা
ওপারে তুমি আর অন্য প্রান্তে আমি ।
মাঝখানে এক বিশাল
শুকনো পাতার স্তুপ,
আরো কিছুক্ষন চোখের পাশে শব্দ খুঁজে নিশ্চুপ ।।
টানাপোড়েন শেষে,
মুক্তি খোঁজে বিষযাপন,
আলতো আলোয়
শিশির এক চুমুক ,
কিছু মনখারাপ এর পুরনো অসুখ।।
হঠাৎ কখন আয়নার এ প্রান্ত থেকে ওপার
তুমি এবং আমি
মাঝখানে পাখি পুরোনো পালক খুঁজে ফেরে,
রূপকথার ভোরে।।
কুয়াশা ছিঁড়ে আলোর আসা হৃদয়ে ছিল না মানা
উপাখ্যানে মন ছুঁয়ে যাওয়ার আশিয়ানা ।।