যা খুশি তাই !!
যা খুশি তাই !!


প্রায় হারিয়ে যাওয়া হলুদ ট্যাক্সি ড্রাইভার এর পকেট এর ছেঁড়া ডাইরির শেষ পাতায় ভুল বানান করে কি তোমার নাম টাই লেখা ছিল ?
শেষ মেট্রোতে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ তন্দ্রাচ্ছন্ন মধ্যবয়স্ক সুবীর বাবুর কি তোমার মুখটাই চোখের সামনে ভেসে উঠেছিল ?
পার্ক স্ট্রিট এর কোনো বার থেকে বেরোনো, নেশায় উন্মত্ত পলাশ কি বিড়বিড় করে তোমার নাম টাই বলছিলো ?
কোনো এক software company তে সদ্য join করা পিটার কি ভুল করে তোমার নামেই variable declare করে বসেছিল ?
বৃষ্টিস্নাত কলকাতা শহরের নিয়ন এর আলোগুলো নেভাবার আগে এই প্রশ্ন গুলোই দিয়ে যাবে মেঘের ফাঁকে উঁকি দেওয়া কোনো এক নীল তারার কাছে ..এরপর আমার শহরে আবার সকাল হবে , ছুটবে সবাই সব প্রশ্ন ভুলে গিয়ে ... ভিক্টোরিয়ায় গাছের আড়ালে চলবে কিছু আদিম নীল খেলা ..
পোস্টমর্টেম হওয়া বেওয়ারিশ লাশ গুলো ছাই হয়ে মিশে যাবে গঙ্গায় ..গঙ্গার ধরে বসে কোনো এক অর্ধউন্মাদ হকার বিড়ি ধরিয়ে দুএকটা টান দেবে ..
কোনো এক চালচুলোহীন বাস কন্ডাকটর আড় চোখে দেখে নেবে 1st year এর সদ্য যৌবনপ্রাপ্তি হওয়া কোনো এক সুন্দরী ছাত্রীকে ..আবার সন্ধ্যে নামবে এ শহরে ..উত্তর নিয়ে আসবে না সে তারা ...আর হয়তো কোনোদিন কেউ দেখতেই পাবে না তাকে .