STORYMIRROR

Nilanjana Sen

Abstract Others

3  

Nilanjana Sen

Abstract Others

উপলব্ধি

উপলব্ধি

1 min
210

আগুন হলো জল, যেইমাত্র চোখ খুললাম

আমার ঠোঁট দিয়ে গড়িয়ে পড়ছে শৈশবের রস,

চুলোয় গেছে চিন্তা টিন্তা, নিয়মগুলো অবাস্তব

আমার মাথায় আজ হিজিবিজি, বুদ্ধিটা এট্টু কম। 


উর্ধ্বশ্বাসে ছুটছি , পিঠে ভারী ব্যাগের বোঝা 

আমার ঠোঁটে অনভ্যাসের হাসি

আজ আমি মিথ্যে স্রোত ভাসি

আর মনের আমার একটাই কাজ‌,কেবল দোসর খোঁজা।



 

আবির উড়ছে, চারিদিক ছেয়ে গেছে পলাশ ফুলে

বুকে জ্বলন্ত ঊনিশ, হাতের মুঠোয় চিঠি

আমরা আজ আদরে মেতেছি;

আজ প্রথম বসন্ত নেমেছে আমার মফস্বলে।




আজ বুকে আধজ্বলন্ত ছাই, 

সে আগুনে গ'লে মিশে যায় আজান‌ আর সূর্য প্রণাম,

নাথ খুইয়ে তিরিশ ছুঁলাম,

তবুও বুঝলামনা ভালোবেসে কীভাবে বেঁচে থাকা যায়।‌



ক্রমাগত ভাঙতে ভাঙতে এক সময় থামি 

ঘুরে দেখি শতাব্দীর পর শতাব্দী ধরে

শুয়ে আছে কিছু কথা,

আজ ওদের ক্ষত মুখে মাটি চাপা দিয়েছি আমি।



আমার আজ শিরায় শিরায় বিষ ,তবু বেঁচে থাকে প্রাণ,

আজ অবক্ষয় জড়িয়ে গেছে পাঁজরে,

তবে শেষ করা যাক সব‌‌ মিছিলের ভিড়ে 

নিজের ভিতর নিজের আন্দোলন।


Rate this content
Log in

More bengali poem from Nilanjana Sen

Similar bengali poem from Abstract