PARAMITA BASAK

Abstract Tragedy

2  

PARAMITA BASAK

Abstract Tragedy

উদাস মন

উদাস মন

1 min
650


প্রিয় ডাইরি


জীবন পথে চলতে গিয়ে

রইলো সব ই বাকী,

পিছন পানে চেয়ে দেখি

সব ই যেন ফাঁকি।

বুকের মাঝে উঠলো যে ঝড়

কোথায় তাকে রাখি,

হাসি র মাঝে দুঃখ কে মন

কেমন করে ঢাকি।

কান্না হাসি র দোলাচলে

চলছি আমি একা,

জীবন তোমার সঙ্গে বোধ হয়

আর হবে না দেখা......



Rate this content
Log in

Similar bengali poem from Abstract