সময়
সময়
হাওয়াটা যেন চাবুকের মতো এসে লাগল আমার গায়ে
চমকে তাকালাম ফিরে
পাশ কাটিয়ে যেতে গিয়ে বললো
পথের থেকে সরে যাও
সময় বড্ড কম
এমনি করেই জীবনের পথ বেয়ে চলতে চলতে
কে যেন আমায় ডাকল
ফিরতে হলো
দেখলাম
ব্যর্থ জীবন করুন ভাবে হাতছানি দিয়ে ডেকে বলছে
আমাকে ফেলে যেও না
আবার যেন কে চাবুক মারল
আগের মত রুক্ষ নয়
শান্ত
তাকিয়ে দেখি এবার বাতাস নয়
সময়