STORYMIRROR

Antariksha Saha

Action Classics

3  

Antariksha Saha

Action Classics

শাসক জখন শোষণ যন্ত্র

শাসক জখন শোষণ যন্ত্র

1 min
167

শাসক জখন শোষণ যন্ত্র

রুখে দাড়ানোই একমাত্র মন্ত্র

বন্ধুরা হও হুঁশিয়ার


কৃশক শ্রমীক এয়ের সাথে সরজন্ত্

ক্ষমতা তে শাসক অসক্ত

বন্ধুরা হও সোচার


শিখার মাণ ক্রম্মেই নিম্নো

শাসাক জখন দুর্নীতিবাজ দের জন্ন 

বন্ধুরা হও হুঁশিয়ার


ধরম বর্ণ যখন শাসাকের অস্ত্র

মানুসের উন্নয়ং লুকানর এটাই ম্যাপ দণ্ড

মানুষই বুঝিয়া গ্ছিয়ে দীতে পারে এই দিবাসপ্ন 

বন্ধুরা কর প্রতিবাদ


এক আ তুমী ভাবছ কিকরে শম্ভব

পৌছে দাও এই আগুনে সাংলাপ

দেখাবে তোমার মত লোকেরা জাগবে

আর এই ভাবেই হবে বিপ্লব


মুদ্রাস্ফীতি দ্রব মূলো বারার হাঁহাকার

শিখত ছেলের রোজগারের এর দরকার

সুনছে না এই সরকার

ভিখার টাকার চে চাকরির ছাওয়ার

জন্য হয়ো স্বচ্ছার


গড়িব তুমি গরিব থাক

আমার জন্ন ভোটে র চরখা কাটো

ভোট ফুড়ো লেয়ী আবার আগের মত

ইভাবে আর চলবে কতো


Rate this content
Log in

Similar bengali poem from Action