STORYMIRROR

Antariksha Saha

Tragedy Fantasy Others

2  

Antariksha Saha

Tragedy Fantasy Others

মিডল ক্লাস ছেলে র গল্প

মিডল ক্লাস ছেলে র গল্প

1 min
75

রাতে ঘুম নেই

গহণ হিসেব নিকাস

জীবনে পাবার গন্ডী চে

 না পাওয়া অনেক বেশি


খিদে রাখতে হয় বোধহয় নয়েতো

বেরে ওঠা জায়না

মিডল ক্লাশ ছেলেরা বোধহয়

এ ভাবেই বেরে ওঠে


শাদ আলাদ শব পূরণ তোমরা করেছ সাধ্যা মত

সাধ্য ভুঝতাম না কারণ তুলানা করা শিখিনি বরদের মত

কিনতু স্বপ্ন জে ঘুমাতেই দায় না

এতো টা কোন ঠাসা হয়তো ছিলাম না

কিন্তু পুরান প্রব্লেম পরিস্থিতি আর প্রতিকূলাটা


জানী না হাড়িয়ে জাবো হয়তো এই আজনা সমুদ্রে

না নিজের অস্তিত খুজে পাব

হারবনা চেষ্টা করতে থাকব

এই সময় টা হয়তো খরাপ


জীবনের না জানা আধায়ের মতো

দ্বিধাড়া তে জীবন দেখী

কন দীকে পাই শুক

দুখের হিসাব আর রাখী না

এটাই তোঃ ছলছে অনেক বছর যাবত


ঠাস কোরে চড় মেড়ে বর করে দিলে

তোমাদের দোস নাই

যততা পেরেছ ঢেক্ষে রেখেছ 



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy